For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জু স্যামসন ভারত 'এ' দলের অধিনায়ক, নিউজিল্যান্ড 'এ'-র বিরুদ্ধে একদিনের সিরিজে বাংলার ২

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে চলছে ভারত ও নিউজিল্যান্ডের 'এ' দলের মধ্যে তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট। আজ এই ম্যাচের দ্বিতীয় দিন। এরপর কিউয়িদের বিরুদ্ধে ভারতের 'এ' দল তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। তার দল ঘোষণা হয়ে গেল। সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা হয়েছে। দলে রাখা হয়েছে বাংলার দুই ক্রিকেটার অভিমন্য়ু ঈশ্বরণ ও শাহবাজ আহমেদকে।

সঞ্জু স্যামসন ভারত এ দলের অধিনায়ক হলেন

তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় 'এ' দলের ২৯৩ রানের জবাবে আজ ২৩৭ রানে শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ড 'এ'-র প্রথম ইনিংস। ১১৫ বলে সর্বাধিক ৯২ রান করেন মার্ক চ্যাপম্যান। ৪৮ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন সৌরভ কুমার। ভারত 'এ'-র হয়ে তিনে নেমে ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২৭ বলে সর্বাধিক ১০৮ রান করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসে খেলা ঋতুরাজকে একদিনের সিরিজের দলেও রাখা হয়েছে। সঞ্জু স্যামসনের দলে রয়েছেন আইপিএলে নজরকাড়া একঝাঁক ক্রিকেটার। এ ছাড়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ অঙ্গদ বাওয়াও রয়েছেন। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে কে এস ভরতকে। আনঅফিসিয়াল টেস্টে উইকেটকিপিং করছেন উপেন্দ্র যাদব। তিনি ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। তবে একদিনের দলে তাঁকে রাখা হয়নি।

আনঅফিসিয়াল টেস্টে খেলছেন শার্দুল ঠাকুর, উমরান মালিক। তাঁরা একদিনের দলে রয়েছেন। দলে রাখা হয়েছে নভদীপ সাইনি, কুলদীপ সেন, রাজ অঙ্গদ বাওয়াকে। বাংলার দুই ক্রিকেটার এই দলে রয়েছেন। তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৩৮ রান করেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তাঁর সঙ্গেই একদিনের সিরিজের দলে রয়েছেন শাহবাজ আহমেদ। স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব ও রাহুল চাহার। পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, রজত পাটীদার, তিলক ভার্মাও রয়েছেন সঞ্জুর দলে। চেন্নাইয়ে একদিনের সিরিজের ম্যাচগুলি হবে ২২, ২৫ ও ২৭ সেপ্টেম্বর।

সঞ্জু স্যামসনকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কিন্তু নির্বাচকরা দলে দুই উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে রেখেছেন। আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেট, এমনকী ভারতের হয়ে ভালো খেলেও তাঁকে টি ২০ বিশ্বকাপের দলে দেখতে না পেয়ে হতাশ ভক্তরা। তবে সঞ্জু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নিশ্চিতভাবেই থাকবেন। তার আগে প্রস্তুতির সুযোগ পেয়ে গেলেন কিউইয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজে।

ঘোষিত ভারত 'এ' দল- পৃথ্বী শ, অভিমন্য়ু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, রজত পাটীদার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), কেএস ভরত (উইকেকিপার), কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল চাহার, তিলক ভার্মা, কুলদীপ সেন, শার্দুল ঠাকুর, উমরান মালিক, নভদীপ সাইনি, রাজ অঙ্গদ বাওয়া।

English summary
Sanju Samson Will Lead The India A Squad In One-Day Series Against New Zealand A. Two Players From Bengal Has Been Included.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X