For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্বাচকদের 'বঞ্চনা'র মুখে সপাটে জবাব, সাফল্যের পুরো কৃতিত্বটাই সমর্থকদের দিলেন সঞ্জু

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্বাচকদের 'বঞ্চনা'র মুখে সপাটে জবাব, সাফল্যের পুরো কৃতিত্বটাই সমর্থকদের দিলেন সঞ্জু

Google Oneindia Bengali News

বারবার শুধু বঞ্চনাই জুটেছে তাঁর কপালে। ভাল পারফরম্যান্সের দাম পাননি। বারবার ব্যর্থ হয়েও একের পর এক 'অযোগ্য' জাতীয় দলে জায়গা পেলেও তাঁর কপালে শিঁকে খুব একটা ছেড়েনি। ইন্ডিয়া 'এ' দলের জার্সিতে দুরন্ত পারফর্ম করায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের দলে তাঁকে সুযোগ দেওয়া হয়। সমস্ত বঞ্চনার জবাব প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দিলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং:

লখনউ-এর কঠিন পিচে যখন টপ অর্ডারের অধিকাংশ ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন তখন ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সঞ্জু স্যামসন। ৬৩ বল অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন সঞ্জু। ৯টি চার এবং ৩টি ছয় দিয়ে নিজের ইনিংস তিনি সাজিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁর ইনিংস বৃথা গেলেও ভারতকে জয়ের মতো পরিস্থিতিতে এনে ফেলেছিলেন সঞ্জু। ম্যাচটি মাত্র ৯ রানে ভারত পরাজিত হয়।

সমর্থকরাই আরও কঠিন পরিশ্রম করা অনুপেরণা জোগায়:

সমর্থকরাই আরও কঠিন পরিশ্রম করা অনুপেরণা জোগায়:

ঝকঝকে পারফরম্যান্স উপহার দেওয়া সঞ্জু বলেছেন, "ভারতের হয়ে ক্রিকেট খেলাটা ভাগ্যের বিষয়। ভারতের ক্রিকেটে অনেক বড় সুপারস্টার রয়েছে এবং সেখানে আপনি যদি এই রকম সাপোর্ট পান এবং ভাল ব্যাটিং করতে পারেন, তা হলে সেটা আমার কাছে বড় মোটিভেশন। আমরা যখন সবাই ছোট ছিলাম, যখন ক্রিকেট খেলা শুরু করি তখন এই জার্সিতে খেলাই আমাদের লক্ষ্য ছিল। এটা একটা স্বপ্ন এবং তা বাস্তবায়িত হচ্ছে, আমি অত্যান্ত খুশি। সমর্থকদের প্রত্যাশা সব সময়েই বেশি থাকে। দুই থেকে চার ঘণ্টা অনুশীলন করি, আমি নিজেই নিজেকে বলি আমকে প্রতিটা ইনিংসে পারফর্ম করতে হবে। মানুষের প্রত্যাশা বেড়েছে, সেই মতো আমার প্রস্তুতিও বাড়া উচিৎ এবং আমি মুখিয়ে রয়েছি আরও ভাল পারফর্ম করার জন্য।"

যুবরাজের সঙ্গে স্যামসনের তুলনা:

যুবরাজের সঙ্গে স্যামসনের তুলনা:

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর সঙ্গে তুলনা টেনে এনেছেন সঞ্জু স্যামসনের। পোস্ট ম্যাচ ডিসকাসনে বেসরকারি সম্প্রচারকারী সংস্থায় তিনি বলেছেন, "কেজি (কাগিসো রাবাডা) যখন ওর ওভারের শেষ বলে নো বল করে 'আমি মনে মনে বলছিলাম দয়া করে এটা করো না।' কারণ সঞ্জুর মতো এক জন ব্যাটসম্যান যে ফর্মে রয়েছে এবং যার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে (সে এই সুযোগ কাজে লাগাবে)। আমি আইপিএল-এ ওকে দেখেছি, বোলারদের উপর চাপ সৃষ্টি করে বাউন্ডারি লাগানোর বিষয়ে ও দক্ষ বিশেষ করে ইনিংসের শেষ দুই ওভারে ও অসামান্য হয়ে ওঠে। সামসি (তাব্রেজ শামসি শেষ ওভারটা করতে যাচ্ছিল) এবং ও (সঞ্জু স্যামসন) জানত বাজে দিন যাচ্ছে ওর (তাব্রেজ শামসির)। আমি নার্ভাস ছিলাম কেজি যখন নো বল করে। সঞ্জুর মধ্যে যুবরাজের মতো দক্ষতা রয়েছে ছয়টি ছয় মারার এবং দলকে জেতানোর যেখানে ৩০-এর বেশি রান বাকি রয়েছে।"

যোগ্য হয়েও বিশ্বকাপের দলে নেই সঞ্জু:

যোগ্য হয়েও বিশ্বকাপের দলে নেই সঞ্জু:

যোগ্য ক্রিকেটার হয়েও বিশ্বকাপের দলে সুযোগ হয়নি আইপিএল-এ রাজস্থান রয়্যালসরে অধিনায়ক সঞ্জু স্যামসনের। ছন্দে না থাকা ঋষভ পন্থকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হলেও ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে পুরোপুরি এড়িয়ে গিয়েছেন নির্বাচকরা। বিভিন্ন জায়গায় সমর্থকেরা সঞ্জু স্যামসনের নাম করে শব্দব্রহ্মে স্টেডিয়াম মাতিয়ে দিয়েছেন। সঞ্জুর ঘরের মাঠ তিরুবনন্তপুরমে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত যখন খেলতে গিয়েছিল তখন সঞ্জু স্যামসনের বড় পোস্টার স্টেডিয়ামে ফেলেছিলেন সমর্থকেরা।

দীপ্তি-রিচার লড়াই ব্যর্থ, মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে প্রথম পরাজয়ের সম্মুখীন ভারতদীপ্তি-রিচার লড়াই ব্যর্থ, মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে প্রথম পরাজয়ের সম্মুখীন ভারত

English summary
Sanju Samson credits fans and said Support from Fans motivates him to work harder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X