For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন, সুনীলদের সঙ্গে একই আসনে বিরাটকে রাখলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার

সঞ্জয় মঞ্জরেকরের কথা অনুযায়ী গ্রেট ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি।

Google Oneindia Bengali News

বেশ কয়েক বছর ধরেই 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনা করে আসছেন কোহলির সমর্থকেরা। যেমনটা করা হয় স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে মাস্টার ব্লাস্টারের।

সচিন, সুনীলদের সঙ্গে একই আসনে বিরাটকে রাখলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার

অনেকে মনে করেন সচিনের মতোই প্রতিভাবান বিরাট, কিন্তু এখনও তাঁর অনেকটা পথ যাওয়া বাকি। ফলে এখনই এই তুলনায় নিজেদের মত দিতে চান না বহু ক্রিকেট বিশেষজ্ঞ। অনেকে এখনও 'গ্রেট' ক্রিকেটার বলতে নারাজ বিরাটকে।

অন্যদের থেকে একটু আলাদা গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিভিন্ন সফরে বেসরকারী সংস্থার টিভি চ্যানেলে বিশেষজ্ঞের প্যানেলে বসা সঞ্জয় মঞ্জরেকর জানিয়ে দিলেন ইতিমধ্যেই গ্রেট ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়েছেন বিরাট।

এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন সঞ্জয়। সেখানেই ডেভিড রিচার্ডসন, জেসন রয় এবং মার্ক নিকোলাসের সঙ্গে একটি বিতর্কে অংশ নিয়ে সঞ্জয় বলেন, 'ইতিমধ্যে ক্রিকেটে গ্রেটদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিরাট। দারুণ একটা ব্যপার এটা। বেনারসের নোংরা জল নিয়ে অনেকেই আলোচনা করেন। কিন্তু সেই জল-হাওয়াতেই তো একের পর এক গ্রেট ক্রিকেটার উঠে আসছে ভারত থেকে। সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর এখন বিরাট কোহলি।'

সচিন, সুনীলদের সঙ্গে একই আসনে বিরাটকে রাখলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার

উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক এজবাস্টন টেস্টে ৩১ রানে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত হারলেও, অধিনায়ক বিরাট ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন। প্রথম টেস্টে তাঁর মোট সংগ্রহ ২০০ রান। প্রথম ইনিংসে ১৪৯ রান করেন বিরাট। দ্বিতীয় ইনিংসে করেন ৫১ রান।

English summary
According to Sanjay Manjrekar, Virat Kohli is one of the great players of the game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X