For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ মঞ্জরেকর, তালিকায় কারা?

আইপিএল ২০২০-এর ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ মঞ্জরেকর, তালিকায় কারা?

  • |
Google Oneindia Bengali News

সঞ্জয় মঞ্জরেকরকে ক্ষমা করল না বিসিসিআই। আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সবমিলিয়ে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ধারাভাষ্যকারদের প্যানেলে রয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ইংলিশ ধারাভাষ্যকার

ইয়ান বিশপ, সাইমন ডুল, কুমার সাঙ্গাকারা, হর্ষ ভোগলে, সুনীল গাভাসকর, রোহন গাভাসকর, দীপ দাশগুপ্ত, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ, অঞ্জুম চোপড়া, মুরলী কার্তিক, মার্ক নিকোলাস, কেভিন পিটারসেন, জেপি ডুমিনি, লিসা স্থালাকের, ড্যারেন গাঙ্গা, পোমিয়ে বাংওয়া, মাইকেল স্লেটার ও ড্যানি মরিসন।

হিন্দি ধারাভাষ্যকার

আকাশ চোপড়া, ইরফান পাঠান, আশিস নেহেরা, যতীন সাপরু, নিখিল চোপড়া, কিরণ মোরে, অজিত আগরকার ও সঞ্জয় বাঙ্গার।

অন্যান্য ভাষা ও বিভাগ

আইপিএল ২০২০-এর জন্য যাঁরা তামিলে ধারাভাষ্য দেবেন, তাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ, সদাগোপান রমেশ, এস বদ্রীনাথ, হেমঙ্গ বাদানি ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তেলেগুতে ধারাভাষ্য দেবেন দেশের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটপতি রাজু, এমএসকে প্রসাদ। ডাগ আউট ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত হয়েছেন ডিন জোন্স, স্কট স্টাইরিশ, ব্রায়ান লারা, ব্রেট লি ও গ্রেম সোয়ান।

কেন বাদ মঞ্জরেকর

কেন বাদ মঞ্জরেকর

একের পর এক আলটপকা মন্তব্যের জন্যই সঞ্জয় মঞ্জরেকরকে আইপিএলের ধারাভাষ্যকারের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের বিশ্বকাপ চলার সময় রবীন্দ্র জাদেজাকে ক্ষুদ্র ও টুকরো ক্রিকেটার বলে বিতর্কের সূচনা করেছিলেন। ইডেন গার্ডেন্সে গোলাপী বলের টেস্ট চলাকালীন হর্ষ ভোগলের সঙ্গে দুর্ব্যবহার করে বিসিসিআইয়ের বিষ নজরে পড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সঞ্জয় মঞ্জরেকর বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের চাকরি খুইয়েছিলেন। চাকরি ফিরে পেতে নিজের কৃতকর্মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার।

English summary
Sanjay Manjrekar left out form IPL 2020 commentators panel released by BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X