For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রায়ান লারার কীর্তি স্পর্শ স্যাম নর্থইস্টের! কাউন্টি ইনিংসে ছুঁলেন ৪০০ রানের মাইলস্টোন, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

প্রথম শ্রেণির ক্রিকেটে ফের ৪০০ রান। এবার কাউন্টি ক্রিকেটে। বিশ্বের নবম তথা কাউন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন স্যাম নর্থইস্ট। গ্ল্যামরগানের হয়ে খেলতে নেমেই এই স্মরণীয় কীর্তি গড়েন বছর বত্রিশের এই ব্যাটার। লেস্টারশায়ারের বিরুদ্ধে তিনি চারশো রানের মাইলস্টোন স্পর্শ করেন ৪৪৭ বলে এবং ছক্কা হাঁকিয়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছেন ব্রায়ান লারার ঝুলিতে। তিনি ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহ্যামের বিরুদ্ধে ৪২৭ বলে ৫০১ রানে অপরাজিত ছিলেন, মেরেছিলেন ৬২টি চার ও ১০টি ছয়। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেন্ট জন্স টেস্টে তিনি ৫৮২ বল খেলে ৪০০ রানে অপরাজিত ছিলেন। লারার সেই ইনিংসে ছিল ৪৩টি চার ও ৪টি ছয়। তারপর এই প্রথম কোনও ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

নর্থইস্ট ৪১০ রান করে অপরাজিত থাকেন। তিনি ক্রিজে ছিলেন ৬০৩ মিনিট। খেলেছেন ৪৫০টি বল। ৪৫টি চার মারার পাশাপাশি তিনটি ছক্কাও হাঁকিয়েছেন। চারে ব্যাট করতে নেমেছিলেন। তাঁর এই ইনিংস, ক্রিস কুকের অপরাজিত ২২৭ বলে ১৯১ এবং কলিন ইনগ্রামের ২৩৬ বলে ১৩৯ রানের দৌলতে গ্ল্যামরগান ৫ উইকেটে ৭৯৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। লেস্টার প্রথম ইনিংসে করেছিল ৫৮৪ রান। রেকর্ড ব্রেকিং ইনিংস খেলে গ্ল্যামরগানের ব্যাটার হিসেবে ইনিংসে সর্বাধিক রান করার কৃতিত্বও অর্জন করেন নর্থইস্ট। গ্ল্যামরগান সর্বাধিক রান তুলতে সক্ষম হয় নর্থইস্ট ও ক্রুকের অবিচ্ছেদ্য জুটিতে ৪৬১ রান ওঠায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আবার ষষ্ঠ উইকেট জুটিতে ওঠা দ্বিতীয় সর্বাধিক রান।

কাউন্টিতে ফের চারশো! নর্থইস্টের কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত

নর্থইস্টের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে। ১৯২টি ম্যাচে ১২ হাজারের কাছাকাছি রান রয়েছে। ২৭টি শতরান ও ৬১টি অর্ধশতরানের মালিক তিনি। ব্রায়ান লারা, আর্চি ম্যাকলারেন ও গ্রেম হিকের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিনি কাউন্টিতে চার হাজার রান করলেন।

ব্রায়ান লারার অপরাজিত ৫০১ রান ভেঙে দিয়েছিল করাচির হয়ে বাহওয়ালপুরের বিরুদ্ধে ১৯৫৯ সালে করা হানিফ মহম্মদের ৪৯৯ রানের রেকর্ডটি। ডন ব্র্যাডম্যানের অপরাজিত ৪৫২ রয়েছে তৃতীয় স্থানে। নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ব্র্যাডম্যান ১৯৩০ সালে এই ইনিংস খেলেন। ১৯৪৮ সালে পুনেতে মহারাষ্ট্রের হয়ে বাহুসাহেব নিম্বলকর করেন অপরাজিত ৪৪৩। ভিক্টোরিয়ার হয়ে ১৯২৩ ও ১৯২৭ সালে উইলিয়াম পন্সফোর্ড খেলেছিলেন যথাক্রমে ৪২৯ ও ৪৩৭ রানের ইনিংস। দুটি ইনিংসই খেলেন মেলবোর্নে। ১৮৯৫ সালে আর্চি ম্যাকলারেন ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিরুদ্ধে করেন ৪২৮। ম্যাকলারেনের মতোই টনটনে চারশো করেন গ্রেম হিক। ওরচেস্টারশায়ারের হয়ে ১৯৮৮ সালে সমারসেটের বিরুদ্ধেই হিক ৪৬৯ বলে ৪০৫ রানে অপরাজিত ছিলেন।

English summary
Sam Northeast Becomes Ninth Batter To Score 400 Runs In First Class Innings, First After Brian Lara. He Has Reached The Feat Off 447 Balls With A Six While Playing For Glamorgan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X