For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলাম কক্ষে ঝড় তুলে কারানকে নিল পাঞ্জাব, আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ইংলিশ অলরাউন্ডার

সত্যিই হল অনুমান, মাথা ঘোরানো দরে দল পেলেন স্যাম কারান

Google Oneindia Bengali News

সত্যিই হল সম্ভবনা, মাথা ঘোরানো দলে আইপিএল ২০২৩-এ দল পেলেন স্যাম কারান। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কারানকে ঘরে তুলল প্রীতি জন্টা-নেস ওয়াদিয়ার কিংস ইলেভেনা পাঞ্জাব। ২ কোটি টাকা বেস প্রাইজে শুরু হয়েছিল বিডিং। দুর্দান্ত ছন্দে রয়েছেন কারান।

নিলাম কক্ষে ঝড় তুলে কারানকে নিল পাঞ্জাব, আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ইংলিশ অলরাউন্ডার

বিদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে ১৬.২৫ কোটি টাকায় আইপিএল-এর মিনি অকশনে দল পেয়ে নজির গড়েছিলেন ক্রিস মরিস। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন স্যাম কারান। ২০১৯ সালের আইপিএল নিলামে স্যাম কারানকে ৭.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। ২০২০ আইপিএল-এর আগে রিলিজ করে দেওয়া হয় কারানকে। শেষ পর্যন্ত ৫.৫ কোটি টাকায় গত মরসুমে স্যাম কারানকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন তবে অনেকগুণ অর্থ বাড়িয়ে।

আইপিএল ২০২৩-এর নিলামেরে আগে স্যাম কারান জানিয়েছিলেন, তিনি আশা করছেন এ বারের নিলামে ভাল ডিল পাবেন। আশাটাই তার বাস্তবের রূপ নিল। স্যাম কারান বলেছিলেন, "আমি এর আগেও নিলামে ছিলাম। বেস প্রাইসেই যেতে হয়। টিভিতে এই নিলাম আমি দেখব।"

চলতি সময়ে স্বপ্নের ফর্মে রয়েছে স্যাম কারান। ইংল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। পাশাপাশি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেরা ক্রিকেটারও তিনিই নির্বাচিত হন। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পিছনে ইংল্যান্ডের জার্সিতে অনেক বডড় ভূমিকা রেখেছিলেন স্যাম কুরান। স্যাম কুরান টি-২০ বিশ্বকাপে ৬.৫২ ইকোনমি রেটে ১৩টি উইকেট সংগ্রহ করেছিলেন। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই তপুণ ব্রিটিশ ক্রিকেটার।

English summary
Sam Currnan make record by getting whopping prize of 18.5 Cr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X