For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ভারতের মাটিতেই সারতে চান বিলিংস

Google Oneindia Bengali News

টি ২০-তে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। ভারত রয়েছে দুইয়ে। ভারতেই নভেম্বরে হবে টি ২০ বিশ্বকাপ। টেস্ট সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করতে চলেছে ইংল্যান্ড। আইপিএলেও পুরোটাই থাকবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। করোনা পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের বেতনে কোপ পড়েছে। আইপিএল খেলে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে তো নেওয়া যাবেই, সেই সঙ্গে নেওয়া যাবে বিশ্বকাপের প্রস্তুতিও। ফলে সাদা বলের সিরিজ আর তারপর আইপিএলকে পাখির চোখ করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

বিলিংস এবার দিল্লিতে

বিলিংস এবার দিল্লিতে

আইপিএলে এবার সাম বিলিংসকে ২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে চেন্নাই সুপার কিংসেও খেলার পাশাপাশি তিনি দিল্লির হয়েও আইপিএলে খেলেছেন। ফলে চেনা শহরে ফিরতে পেরে খুশি ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান। দিল্লি যে দল গড়েছে তাতে এবারও সাফল্যের বিষয়ে আত্নবিশ্বাসী বিলিংস বলেন, যে কোনও কম্বিনেশনেই জেতার ক্ষমতা রয়েছে এই দলের।

বিশ্বকাপের প্রস্তুতি

বিশ্বকাপের প্রস্তুতি

সাম বিলিংস আসন্ন টি ২০ সিরিজ ও আইপিএলেই টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চাইছেন। তিনি বলেন, বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সেরা সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাইছি না। ২০১৬ ও ২০১৭ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন বিলিংস। এবার স্টিভ স্মিথ, টম কারান, বিলিংসকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নেটে খেলবেন সেরা দুই স্পিনারকে

নেটে খেলবেন সেরা দুই স্পিনারকে

দিল্লি ক্যাপিটালস দলে তিনি আরেকটা বড় সুযোগ পাবেন। দেশের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে টি ২০ সিরিজে সামলালেও এই দুই সেরা স্পিনারকে বিলিংস পাবেন দিল্লি ক্যাপিটালসের নেটে। সে প্রসঙ্গে তিনি বলেন, আইপিএলের মতো টুর্নামেন্টের অন্যতম বড় প্রাপ্তি হলো এমন সুযোগ। এই দুই স্পিনারের বিরুদ্ধে নেটে খেলতে মুখিয়ে রয়েছি। কঠিন পরিস্থিতিতে স্পিনারদের সামলানোর জন্য নিজেকে তৈরি করতে এই স্পিনারদের বিরুদ্ধে কঠোর অনুশীলন করতে চাই। এটা বিশাল প্লাস পয়েন্ট। সবমিলিয়ে শিখতে চাই, অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই।

পন্থের প্রশংসা

পন্থের প্রশংসা

ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের প্রশংসাও করেন বিলিংস। জানিয়েছেন একটা মজার ঘটনাও। রাহুল দ্রাবিড়কে তিনি একবার প্রশ্ন করেছিলেন, এই বাচ্চা ছেলেটা কে? বিলিংসের কথায়, পন্থের সঙ্গে দুই বছর দিল্লি ডেয়ারডেভিলসে ছিলাম। তখন দ্রাবিড়কে ওই প্রশ্ন করেছিলাম। নাথান কুল্টার-নাইল, ক্রিস মরিস, রাবাডাদের বিরুদ্ধে নেটে যেভাবে পন্থ মারমুখী ছিল তা দেখে অবাক হয়েছিলাম। অবিশ্বাস্য মনে হয়েছিল। আজ পন্থ যে জায়গায় পৌঁছেছেন, যেভাবে তাঁর খেলার উন্নতি হয়েছে তাতে আমি খুশি। তাঁর সঙ্গে আইপিএলে এক দলে আবার খেলতে পারব ভেবেও ভালো লাগছে। পন্থ এদিন টুইটারে লিখেছেন, টেস্ট সিরিজ অতীত। নীল জার্সিতে দেশের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি।

ছবি- টুইটার

English summary
England Wicketkeeper Batsman Sam Billings Targets Upcoming T20 Series For World Cup Preparation. He Also Praises His Indian Counterpart Rishabh Pant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X