For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যদি ধোনি বা পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করা হয়...', হঠাৎ কেন এমন প্রসঙ্গ তুলে আনলেন প্রাক্তন পাক অধিনায়ক

'যদি ধোনি বা পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করা হয়...', হঠাৎ কেন এমন প্রসঙ্গ তুলে আনলেন প্রাক্তন পাক অধিনায়ক

Google Oneindia Bengali News

চলতি পাকিস্তান সুপার লিগে একেবারেই ভাল ছন্দে নেই করাচি কিংস। বাবর আজমের নেত়ত্বে একটি ম্যাচেও এখনও জয় পায়নি করাচির এই ফ্রাঞ্চাইজি দল। বুধবার মুলতান সুলতানসের বিরুদ্ধে হারের ফলে আট ম্যাচের আটটিতেই হারল করাচি কিংস। দলের এমন শোচনীয় পারফরম্যান্সে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ বাবর আজম। করাচি কিংসের এই পারফরম্যান্সের পর আগামী মরসুমে অধিনায়কের পদ থেকে বাবরকে সরানো উচিৎ কি না, জিজ্ঞাসা করা হলে সলমন বাট তুলে আনেন মহেন্দ্র সিং ধোনি এবং রিকি পন্টিং-এর প্রসঙ্গ।

যদি ধোনি বা পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করা হয়..., হঠাৎ কেন এমন প্রসঙ্গ তুলে আনলেন প্রাক্তন পাক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, "আমি এমনটা মনে করি না। ও (বাবর) পাকিস্তান দলেরও অধিনায়ক। এখন আপনি যদি এমএস ধোনি বা রিকি পন্টিং'কে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন তবুও তাঁরা বিশ্ব হবে না। কিছু পরিবর্তন করতে গেলে ধৈর্য্য ধরতে হবে।"

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাফল্যের জন্য দলের মধ্যে সঠিক ভারসাম্যটা জরুরি সেটাও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, "ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দলের মধ্যে সঠিক ভারসাম্য না থাকলে আপনার বেশি কিছু করার থাকে না। খুব বেশি হলে টুর্নামেন্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই ক্রিকেটারদের ও এক সঙ্গে পেয়েছে। আপনার দলে যখন কোনও বিশেষজ্ঞ নেই, তখন আপনি যত বড়ই প্ল্যানার হন না কেন তাতে কিছু যায় আসে না।"

করাচির দলে একাধিক অলরাউন্ডার থাকলেও কোনও বিভাগে স্পেশ্যালিস্ট ক্রিকেটার নেই। সেই প্রসঙ্গ তুলে বাটের সংযোজন, "দলের অধিকাংশ ক্রিকেটারই অলরাউন্ডার। মহম্মদ নবি, ইমাদ ওয়াসিম, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান কেউই স্পেশ্যালিস্ট পেসার বা স্পিনার নয়। আপনার স্পেশ্যালিস্ট বোলার প্রয়োজন যে উইকেট সংগ্রহকারী হয়ে উঠতে পারে। ওদের বিশেষজ্ঞ ব্যাটসম্যানেরও অভাব রয়েছে যে বড় রান করতে পারে। এগারো জনের দলের মধ্যে যদি ৭-৮ জন অলরাউন্ডার থাকে তা হলে বেশি কিছু করার থাকে না। এটা বিশেষজ্ঞদের খেলা অলরাউন্ডারদের নয়।"

English summary
Former Pakistan cricketer Salman Butt defended Babar Azam after Karachi Kings PSL losing streak continues. Salman said specialists in the side is needed, so it doesn't matter how strong a planner you are if you don't have specialist in the side.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X