For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণী চিকিৎসকের ধর্ষক-খুনিদের এনকাউন্টার নিয়ে সাইনা-গুট্টা-ববিতার প্রতিক্রিয়া

তরুণী চিকিৎসকের ধর্ষক-খুনিদের এনকাউন্টার নিয়ে সাইনা, গুট্টার প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানায় তরুণী চিকিৎসকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যায় অভিযুক্তদের এনকাউন্টার করে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছে দেশের ক্রীড়া মহল। অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল, শ্যুটার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর সাইবেরাবাদ পুলিশকে স্যালুট করেছে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ রাশির উপর মঙ্গলগ্রহের প্রভাব সবচেয়ে বেশি। তাই কালো পোশাক একদম নয়। লাল, কমলা বা হলুদ রং বাছুন।

সাইনা নেহওয়াল

তেলাঙ্গানার তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে হত্যার দশ দিনের মধ্যেই চার অভিযুক্তকে গুলি করে হত্যা করে পুলিশ। প্রশাসনের তরফে অনিচ্ছাকৃত এনকাউন্টার বলে দাবি করা হলেও সাইবেরাবাদ পুলিশে মুগ্ধ গোটা দেশ। ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হায়দরাবাদী শাটলার সাইনা নেহওয়াল, তাঁরই রাজ্যের পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বৃষ সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। শুক্র গ্রহই একে চালিত করে। গোলাপি রংটাই বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সেরা বাছাই।

রাজ্যবর্ধন সিং রাঠোর

অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক দেওয়া তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর সাইবেরাবাদ পুলিশকে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। এই ঘটনা প্রমাণ করে যে দুষ্টকে দমন করার জন্য এ দেশে ভালোরা বেঁচে আছে, টুইটারে লিখেছেন রাজ্যবর্ধন।

মিথুন (২২ মে-২১ জুন)

মিথুন (২২ মে-২১ জুন)

বুধ গ্রহ শাসন করে মিথুনকে। তাই মিথুনের ইতিবাচক শক্তি প্রবল। সেই শক্তিকে আরও বাড়াতে হলুদ রঙে সাজুন পুজোয়। লাল বা কালো এড়িয়ে চলাই ভাল।

জোয়ালা গুট্টা

ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টার প্রশ্ন, এই ঘটনা কী ভবিষ্যতে ধর্ষকদের রুখবে? দেশের সব ধর্ষকের সঙ্গে একই আচরণ করা হবে, টুইটারে এই প্রশ্নও তুলেছেন জোয়ালা গুট্টা।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

কর্কট (২২ জুন-২২ জুলাই)

একটু অন্য ধরনের মানুষ হন কর্কটরাশির জাতক-জাতিকারা। তাঁরা আভিজাত্যপূর্ণ, শুভবুদ্ধিসম্পন্ন। কর্কটরাশির আদর্শ রং সাদা।

হরভজন সিং

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও সাইবেরাবাদ পুলিশের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এমন ঘটনার পর আর কেউ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করার সাহস পাবে না বলেও টুইটারে লিখেছেন হরভজন সিং।

সিংহ (২৩ জুলাই-২৩ অগস্ট)

সিংহ (২৩ জুলাই-২৩ অগস্ট)

সিংহ ভদ্র, সিংহ তেজি। তাই সিংহের উপযুক্ত রং গাঢ় কমলা ও বেগুনি। ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই।

ববিতা ফোগাত

ভারতের মহিলা কুস্তিগীর ববিতা ফোগাতও এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, 'ঠোক দিয়া ঠিক কিয়া'।

কন্যা (২৪ অগস্ট-২৩ সেপ্টেম্বর)

কন্যা (২৪ অগস্ট-২৩ সেপ্টেম্বর)

সবুজ হল কন্যারাশির রং। সবুজের বিভিন্ন শেড এদের পক্ষে মঙ্গলকর। কন্যা রাশির জাতক-জাতিকারা হলুদও ব্যবহার করতে পারেন। কিন্তু লাল, নীল ও কালো এড়িয়ে চলুন।

গৌতম গম্ভীর

তেলাঙ্গানার ঘটনার প্রেক্ষিতে বিচারব্যবস্থায় সংশোধনের দাবি তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। অভিযুক্তরা সত্যিই পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করলে, তাদের উচিত শাস্তি মিলেছে বলে মনে করেন গম্ভীর।

তুলা (২৪ সেপ্টেম্বর-২২ নভেম্বর)

তুলা (২৪ সেপ্টেম্বর-২২ নভেম্বর)

সবচেয়ে নম্র রাশি তুলা। শান্তিপ্রিয়ও বটে। তাই হালকা বেগুনি ও হালকা নীল রং বেছে নিন। আপনারা প্রিয়জনকেও এই রকম রং-এর উপহার দিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

মঙ্গলকে শাসন করে বৃশ্চিক রাশি। তাই টকটকে লাল, কালো, মেরুন রং ব্যবহার ভাল। সেই সঙ্গে নীল ও সাদা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনুর রং গাঢ় নীল। এই রংটি ধনু রাশির জন্য আদর্শ। লাল ও কালো কম ব্যবহার করুন। সাদা চলতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শনি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি মকররাশিতে। তাই মকরের আদর্শ রং ধূসর। তবে হলুদ ও ক্রিম রংও বাছতে পারেন। আকাশিও চলবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নীল হল কুম্ভ রাশির রং। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নীল রং-এর বিভিন্ন শেড ব্যবহার করা উচিত। সেই সঙ্গে অন্যান্য রং-এর হালকা শেড কল্যাণকর।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সব ধরনের গাঢ় রং-এর পোশাক মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল। তব কালো যতট কম পরা যায় ততই ভাল।

English summary
Saina Nehwal, Jwala Gutta reacted on the encounter of rapists of Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X