কেরলে বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন থেকে বিরাট, রোহিত থেকে যুবি
কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট সহ ১৬ জন। করোনা ভাইরাসের আবহে ঘটনার আকস্মিকতা ও বীভৎসতায় স্তম্ভিত গোটা দেশ। শোকস্তব্ধ ক্রিকেট মহল। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন টিম ইন্ডিয়া সহ-অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংও।

কেরলের কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবাররের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। ঘটনায় যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মাস্টার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Praying for the safety of everyone onboard the <a href="https://twitter.com/hashtag/AirIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#AirIndia</a> Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.<br>Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.</p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1291772954003480577?ref_src=twsrc%5Etfw">August 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য প্রার্থনা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন বিরাট।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼</p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1291782432916553728?ref_src=twsrc%5Etfw">August 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মতো সহ অধিনায়ক রোহিত শর্মাও ঘটনার বীভৎসতায় আঁতকে উঠেছেন। বিমানের অন্যান্য যাত্রী ও কর্মীদের সুস্থতা কামনা করেছেন হিটম্যান।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Praying for the passengers and the staff on the <a href="https://twitter.com/hashtag/AirIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#AirIndia</a> flight in Kozhikode. Shocking news.</p>— Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1291775594640728064?ref_src=twsrc%5Etfw">August 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একের পর এক ঘটনা এবং দুর্ঘটনায় বিদ্ধ ২০২০ সালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। বিমানের যাত্রী এবং কর্মীদের সুস্থতা কামনা করেছেন যুবি।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Shocking news of the Kozhikode flight crash. Prayers for the passengers and crew. 2020 please have mercy 🙏🏻🙏🏻</p>— Yuvraj Singh (@YUVSTRONG12) <a href="https://twitter.com/YUVSTRONG12/status/1291791002642968576?ref_src=twsrc%5Etfw">August 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Terrible news coming from Kozhikode. Frightening visuals of the plane breaking apart. Hoping and praying that all passengers are evacuated safely as soon as possible!</p>— Gautam Gambhir (@GautamGambhir) <a href="https://twitter.com/GautamGambhir/status/1291764827472289793?ref_src=twsrc%5Etfw">August 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কোঝিকোড়ের বিমান দুর্ঘটনার ছবি দেখে শিউরে উঠেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের জন্য প্রার্থনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন গৌতি।