For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Happy Birthday Sachin Tendulkar: ৪৮টি বসন্ত কাটিয়ে 'ঈশ্বর'-এর পা পড়ল ৪৯-এ, ফিরে দেখা সচিন

Happy Birthday Sachin Tendulkar: ৪৮টি বসন্ত কাটিয়ে 'ঈশ্বর'-এর পা পড়ল ৪৯-এ, ফিরে দেখা সচিন

Google Oneindia Bengali News

দেখতে দেখতে জীবনের ৪৮টি বসন্ত কাটিয়ে ফেললেন সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল, আজকের দিনই জন্ম নেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অন্যতম তারকা।

সচিনের জন্ম এবং পরিবার:

সচিনের জন্ম এবং পরিবার:

১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ের এক মারাঠী পরিবারে জন্ম নেন সচিন। তাঁর বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন এক জন বিখ্যাত মারাঠী সাহিত্যিক। প্রখ্যাত সুরকার এবং সংগীত শিল্পি সচিন দেব বর্মনের বিরাট ভক্ত ছিলেন রমেশ তেন্ডুলকর।

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন:

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন:

মাইলস্টোন এবং সচিন যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সচিনের বেশ কিছু রেকর্ড ভাঙা গেলেও এখনও বহু রেকর্ড রয়েছে যা ভাঙার কথা তো দূর অস্ত, অত দূর পৌঁছনোর স্বপ্ন দেখার সাহস দেখান বহু কম মানুষ। ১৬ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হল সচিনের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলেছিলেন তিনি। শুরুরদিকে কিছু ব্যর্থতার সম্মুখীন হলেও ডন ব্র্যাডম্যান পরবর্তী জামানায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সচিন, হয়েছে উঠেছেন ক্রিকেটের 'ঈশ্বর'। মাস্টার অব দ্য গেম।আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের মোট সংগ্রহ ৩৪৩৫৭ রান। ২০০টিটেস্টেতাঁরদখলে ১৫৯২১ রান এবং ৪৬৩টি ওডিআই ম্যাচে ১৮৪২৬ রান করেছেন তিনি। একটি টি-২০ ম্যাচে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে এসেছে ১০ রান।

ওডিআই ক্রিকেটে প্রথম দ্বি-শতরান:

ওডিআই ক্রিকেটে প্রথম দ্বি-শতরান:

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনই প্রথম ক্রিকেটার যিনি দ্বি-শতরান করেন। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ রানের গণ্ডি স্পর্শ করেন সচিন। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

বিশ্বকাপে সচিন:

বিশ্বকাপে সচিন:

কেরিয়ারে মোট ছয়টি বিশ্বকাপে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন লিটম মাস্টার। ১৯৯২ সালে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। ২০১১ সালে খেলেছেন কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে পৌঁছেও অল্পের জন্য খেতাব থেকে দূরেই যাত্রা শেষ করে। রানার্স হয়েছিল ভারত। সৌরভের তৈরি সেই দলেরই ৭-৮ জন অর্থাৎ অধিকাংশ ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ জেতে ধোনি। এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ ঝুলিতে আসে সচিনের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর:

আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচটি সচিন খেলেন ঘরের মাঠে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল তাঁর কেরিয়ারের দু'শো তম টেস্ট ম্যাচ, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। কেরিয়ারের শেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ লিটল মাস্টার খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে, ২০১২ সালের ১৮ মার্চ।

আইপিএল-এ সচিন:

আইপিএল-এ সচিন:

বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মাস্টার ব্লাস্টার। মুম্বইয়ের দলটির অধিনায়ক ছিলেন তিনি। বাণিজ্যনগরীর দলের হয়ে ৭৮ ম্যাচে ২৩৩৪ রান করেছেন সচিন। আইপিএল-এ একটি শতরান এবং ১৩টি অর্ধ শতরান রয়েছে তাঁর। আইপিএল-এর পরেও মুম্বইয়ের সঙ্গে বিভিন্ন ভাবে জড়িয়ে রয়েছেন তেন্ডলুকর। চলতি আইপিএল-এও মুম্বইয়ের শিবিরে রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই এই বারের জন্মদিনটি পালন করবেন তিনি।

English summary
Sachin Tendulkar turns 49, a rewind look of his journey till now. The journey of the master inspires a number of people in life to get success in their own way.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X