ভ্যালেন্টাইন্স ডে : নিজের প্রথম ভালোবাসার কথা জানালেন সচিন তেন্ডুলকর
২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। তার আগে শুক্রবার হ্যামিলটনে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। হনুমা বিহারীর শতরান ও চেতেশ্বর পূজারার ৯৩ ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান ক্রিজে কার্যত দাঁড়াতে পারেননি। তা নিয়ে অবশ্য চিন্তিত নন এ দেশেরই ব্যাটিং লেজেন্ড সচিন তেন্ডুলকর। ফুরফুরে মেজাজে ভ্যালেন্টাইন্স ডে-তে খুল্লাম খুল্লা নিজের প্রথম ভালোবাসার কথা জানালেন মাস্টার ব্লাস্টার।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন তেন্ডুকর। তাতে বহুদিন পরে লিটল মাস্টারকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। বুশ ফায়ার চ্যারিটি ম্যাচের আগে অস্ট্রেলিয়ায় তাঁর অনুশীলনের ভিডিওটি তুলেছিলেন কেউ। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সেটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে সচিন তেন্ডুলকর জানিয়েছেন যে ক্রিকেটেই তাঁর প্রথম ভালোবাসা। তাঁর এই তালিকায় দ্বিতীয় স্থানে কে থাকবেন, তা অবশ্য জানাননি দেশের ক্রিকেট আইকন।
১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের মাটিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। একই বছরের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের হয়ে প্রথম ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন লিটল মাস্টার। এরপর নীল জার্সি গায়ে ৪৬৩টি ওয়ান ডে খেলেছেন সচিন। টেস্ট খেলেছেন ২০০টি। দুই ফর্ম্য়াট মিলিয়ে ৩৪ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান রয়েছে মুম্বইকরের। ১০০টি (টেস্টে ৫১ এবং ওয়ান ডে-তে ৪৯) শতরান রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিশতরানও করা সচিন, ২০১১ সালে ভারতকে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">My First Love! 😀 <a href="https://t.co/KsYEYyLaxD">pic.twitter.com/KsYEYyLaxD</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1228212333245190144?ref_src=twsrc%5Etfw">February 14, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২০১২ সালের ১৮ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালের ১৪ নভেম্বর নিজের শহর মুম্বই-তে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান তিনি। ২০১৪ সালে ইংল্যান্ডের লর্ডসে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের হয়ে শেষবার আন্তর্জাতিক আঙিনায় ব্যাট ধরেছিলেন সচিন। এহেন ব্যক্তির কাছে ক্রিকেটই প্রথম প্রেম হওয়াটা যে স্বাভাবিক।