For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একদিন হবেই', ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য সচিনের বার্তায় মুগ্ধ দেশবাসী

'একদিন হবেই', ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য সচিনের বার্তায় মুগ্ধ দেশবাসী

  • |
Google Oneindia Bengali News

এত কাছে এসেও পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানের হার যেন বরদাস্ত হচ্ছে না হরমনপ্রীত কৌরদের। ভারতের মহিলা ক্রিকেটাররা যে কতটা হতাশ, তা ম্যাচ শেষে তাঁদের শরীরি ভাষাতেই প্রমাণ পেয়েছে। যদিও এই কঠিন মুহূর্তে ওমেন ইন ব্লু-র পাশে দাঁড়িয়েছেন দেশবাসী। পাশে দাঁড়িয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

৮৫ রানে হার

৮৫ রানে হার

মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানে হেরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলেন অজিরা। জবাবে ৯৯ রানেই অল আউট হয়ে যায় ভারতের মহিলা ক্রিকেট দল।

সব বিভাগে পিছিয়ে

সব বিভাগে পিছিয়ে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পুরোপুরি ব্যর্থ হয় ভারতের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগ। শুরু থেকেই প্রচুর রান দিতে থাকেন দীপ্তি শর্মা, শিখা পান্ডেরা। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় শাফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর সম্বৃদ্ধ ভারতের ব্যাটিং লাইনও।

ভারতীয় দলের হতাশা

ভারতীয় দলের হতাশা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শোচনীয় হার বরদাস্ত করতে পারেননি ভারতের মহিলা ক্রিকেটাররা। ম্যাচ শেষে মাঠেই কান্নাকাটি জুড়ে দেন তাঁরা। যা দেখে ১৩০ কোটি ভারতবাসীর মন ভেঙে যায়।

সচিনের বার্তা

কঠিন সময়ে হরমনপ্রীত কৌরদের পাশে দাঁড়িয়েছেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। টুইটারে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা জানিয়ে মাস্টার ব্লাস্টার লিখেছেন ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য দিনটি ভালো যায়নি। তবে ওমেন ইন ব্লু-রা তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে যে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তাও জানাতে ভোলেননি কিংবদন্তি। শেষে যোগ করেছেন, 'আশা ছেড়ো না। একদিন হবেই।'

English summary
Sachin Tendulkar stay besides Indian women cricket team after World Cup loss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X