For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকর ফেরালেন শারজার মরুঝড়ের স্মৃতি! ম্যাচের সেরার পুরস্কার দিলেন সতীর্থকে

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর কি সঠিক সময়েই অবসর নিয়েছেন? নাকি আরও কয়েকটি বছর খেলতেই পারতেন? এমন আলোচনা ফের শুরু হয়েছে মাস্টার ব্লাস্টারকে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব্যাট করতে দেখে। মাস্টার ব্লাস্টার দর্শনীয় শট খেলে উস্কে দিচ্ছেন সোনালি স্মৃতি। গতকাল ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে ইন্ডিয়া লেজেন্ডস অধিনায়ক সচিন ম্যাচের সেরাও হয়েছেন। তবে সেই পুরস্কারটি তিনি আবার দিয়েছেন সতীর্থ ক্রিকেটারকে।

মাস্টার ব্লাস্টার চেনা ছন্দে

দেরাদুনে গতকালের ম্যাচটিতে বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছিল। ইন্ডিয়া লেজেন্ডস ৫ উইকেট হারিয়ে তোলে ১৭০। তিনটি করে চার ও ছয় মেরে সচিন ২০ বলে ৪০ রান করেন। একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে যুবরাজ সিং অপরাজিত থাকেন ১৫ বলে ৩১ রানে। জবাবে ইংল্যান্ড লেজেন্ডস ৬ উইকেটে ১৩০ রানের বেশি তুলতে পারেননি। রাজেশ পাওয়ার ৩ ওভারে ১২ রান খরচ করে নেন তিনটি উইকেট।

সচিনের ব্যাটে ধারাবাহিকতা

সচিন প্রাক্তনীদের এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১৬ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তবে বৃষ্টি নামার আগে সচিনের ঝোড়ো ইনিংস মুগ্ধ করেছিল ভক্তদের। ১৩ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। শেন বন্ডের বলে পুল মারেন, ল্যাপ শট কিংবা ব্যাকফুটে গিয়ে ট্রেডমার্ক পাঞ্চে দেখা গিয়েছিল চেনা ঝলক। সেই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, গতকাল যেন সেখান থেকেই শুরু করেন সচিন। প্রথমে সিঙ্গলস নেন, এরপর ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ দিয়ে মারেন প্রথম বাউন্ডারিটি।

মরুঝড়ের স্মৃতি ফেরালেন

পরের ওভারে ক্রিস ট্রেমলেটের বলে পরপর দুটি ছয় ও একটি ছয় মারেন। প্রথম ছয়টি ফাইন লেগ বাউন্ডারি দিয়ে। এর পরের ছক্কাটি মনে করাবে শারজার মরুঝড়কে। স্টেপ আউট করে বিশাল ছক্কা লং অন বাউন্ডারি দিয়ে। স্বাভাবিকভাবেই সচিনের এমন আগ্রাসী ব্যাটিং দারুণভাবে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। একটা সময় সচিনের স্ট্রাইক রেট দাঁড়ায় ২৬৪.৩! এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ ক্রিকেট-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, সচিন এখনও যেভাবে খেলছেন তাতে রোহিতের দলে অনেকেই লজ্জা পাবেন। কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, সচিনকে নেওয়া হোক বিশ্বকাপের দলে!

মন জিতলেন ভক্তদের

বিরাট কোহলিকেও এর মধ্যে কেউ খোঁচা দিয়ে বসেছেন। সোশ্যাল মিডিয়ায় জনৈক ক্রিকেটপ্রেমী লিখেছেন, কিংস আর টেম্পোরারি গড ইজ পারমানেন্ট। উল্লেখ্য, সচিনের আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি শতরানের রেকর্ড বিরাট কোহলি ভাঙতে পারবেন কি তা নিয়ে জল্পনা চলছে। ৭১টি আন্তর্জাতিক শতরানকারী কোহলি বছর তিনেক শতরান না পাওয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো যদিও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ক্রিকেটে সবই সম্ভব। এরই মধ্যে সচিন সমর্থকদের মন জয় করে নিয়েছেন অসাধারণ দৃষ্টান্ত রেখে। গতকালের ম্যাচে তিনি ম্যাচের সেরা হয়েছিলেন। যদিও সেই পুরস্কারটি তিনি মঞ্চে থাকাকালীনই ডেকে দেন রাজেশ পাওয়ারকে।

English summary
Sachin Tendulkar Should Be Included In T20 World Cup Fans Demand After Watching Spectacular Shot. Sachin Was Named Man Of The Match For 40 Off 20 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X