For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Father's Day 2021: পিতৃ দিবসে আবেগাপ্লুত সচিন, বিশেষ দিনে টুইট তারকাদেরও

Google Oneindia Bengali News

জুন মাসের তৃতীয় রবিবার। বিশ্বের বেশিরভাগ দেশেই এই দিনটা উদযাপিত হয় ফাদার'স ডে হিসেবে। এই বিশেষ দিনে নিজেদের পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সেলেবরাও। পিতৃ দিবসে টুইট করেছেন ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও।

পিতৃ দিবসে আবেগাপ্লুত সচিন, বিশেষ দিনে টুইট তারকাদেরও

(ছবি- সচিন তেন্ডুলকর টুইটার)

সচিন তেন্ডুলকর তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সচিনের বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন প্রথিতযশা সাহিত্যিক। আজ প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের বাসভবনের একটি বিশেষ স্থান জনসমক্ষে এনেছেন। ডাউন মেমোরি লেনে হেঁটে সচিন পৌঁছে গিয়েছেন তাঁর বাবার ছোটবেলায়। রমেশ তেন্ডুলকরের ছোটবেলা থেকে যে বসার জায়গাটি ছিল নিত্যসঙ্গী, মা রজনী তেন্ডুলকরের ইচ্ছায় সেটিকে এখন দোলনার রূপ দিয়েছেন সচিন। তিনি ভিডিওতে জানিয়েছেন, এই বসার আসনটিকে ঘিরে যে অনুভূতি তাঁর হয় তা অমূল্য।

পিতৃ দিবসে তিন প্রজন্মের ছবি পোস্ট করেছেন সচিনের আরেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। লক্ষণের পিতা ভি শান্তারাম। দুই সন্তানের পিতা লক্ষ্মণকে ছবিতে দেখা যাচ্ছে পুত্র সর্বজিতের সঙ্গে। লক্ষ্মণের কন্যার নাম আচিন্তা।

সম্প্রতি পিতাকে হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। স্ত্রী নাতাশা ও পুত্র অগস্ত্যর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পিতা হিমাংশু পাণ্ডিয়ার ছবিও হার্দিক পোস্ট করে থাকেন। হার্দিক ও ক্রুণালের ক্রিকেট কেরিয়ার এগিয়েছে তাঁর পিতার সক্রিয় ভূমিকার কারণেই। পিতৃ দিবসেই হার্দিক নিজের পরিবারের ছবি শেয়ার করে লিখেছেন, বাবার কাছে শেখা পিতৃত্বের নানা দিক, ভালোবাসার পাশাপাশি এগিয়ে চলার দিশা তাঁরা যেভাবে পেয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে, সেই একইভাবে বড় করতে চান পুত্র অগস্ত্যকে বড় করতে চান।

শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়নার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও রয়েছে পিতৃ দিবসে পিতা-প্রণামের আবেগঘন পোস্ট।

English summary
Sachin Tendulkar Shares A Special Space Of His House On Father's Day. Laxman, Sehwag Among Others Also Leaves Special Messages.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X