For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএল শুরুর আগে ব্যাট হাতে চেনা ছন্দে সচিন, তবে কি বিশেষ পরিকল্পনা রোহিতের দলের?

  • |
Google Oneindia Bengali News

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ফিরতি সাক্ষাতের এই ম্যাচ ধোনির চেন্নাইয়ের কাছে বদলার ম্যাচ। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের হাই স্কোরিং ম্যাচে রোহিত শর্মার দল শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে-র বিরুদ্ধে।

আইপিএল শুরুর আগে ব্যাট হাতে চেনা ছন্দে সচিন

আজ মহা-ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে একটি বিশেষ ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। প্রাক্তন ভারত অধিনায়ক ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। ভিডিওটিতে সচিনকে দেখা গিয়েছে বেশ কয়েকটি ড্রাইভ শট মারতে। যার বেশিরভাগই অফ সাইডে। দৃষ্টিনন্দন বেশিরভাগ কভার ড্রাইভ দেখে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন তামাম ক্রিকেট-ভক্ত তথা সচিন-অনুরাগীরা।

এবারের আইপিএলে রোহিত শর্মার দল রয়েছে চারে। দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে ১০ পয়েন্টে দাঁড়িয়ে সিএসকে। সাত ম্যাচে আট পয়েন্ট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে। এই পরিস্থিতিতে দুই দলই চাইছে জয় দিয়েই অভিযান শুরু করতে। তাতে প্লে অফ নিশ্চিত করার দিকেও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। সচিন তেন্ডুলকর নিভৃতবাস কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতির দিকে কড়া নজর রেখেছেন। সবচেয়ে বড় ব্যাপার হল এবার সচিনের পুত্র অর্জুন রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। আগে অর্জুন ভারত কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে থাকলেও পেশাদার ক্রিকেটার হিসেবে এবারই প্রথম বাবাকে মেন্টর হিসেবে পেয়েছেন তিনি। মনে করা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে গেলে অর্জুনের আইপিএল অভিষেকও হতে পারে। সেক্ষেত্রে পিতা-পুত্রের যুগলবন্দি নিশ্চিতভাবেই ক্রিকেট ভক্তদের আগ্রহ বৃদ্ধির বড় কারণ হতে পারে।

৪৮ বছরের সচিন মেন্টর হিসেবে থাকলেও তাঁকে অবশ্য ব্যাট হাতে মাঠে নামতে হবে না। কিন্তু তাঁর পোস্ট করা ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সচিন ক্যাপশনে মজা করে লিখেছেন, আইপিএল ফের শুরুর আগে আপনাদের ড্রাইভ দেখালে কেমন হয়? সচিনের ড্রাইভের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন। বিশেষ করে স্ট্রেট ড্রাইভের। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিকে সৌরভ-শেহওয়াগকে সে কথা জানিয়েছেন বিগ বি। সচিনের এদিনের ড্রাইভ মারার ভিডিও দেখে তাই সকলেই আপ্লুত। উল্লেখ্য, সচিন নিজেও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই শেষ ম্যাচ খেলেছিলেন, সেটা ২০১৩ সালে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সচিনের ৭৮টি ম্যাচে ২৩৩৪ রান রয়েছে। গড় ৩৩.৮৩।

English summary
Sachin Tendulkar Shared Special Video To Mark The Commencement Of The Second Phase Of IPL. Sachin Is Now In UAE With Mumbai Indians Team As Mentor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X