For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে আমরাই পারি, দেখিয়ে দিল ভারত! যোদ্ধাদের কীভাবে উৎসাহ দিলেন সচিন,দেখুন ভিডিও

করোনা রুখতে আমরাই পারি, দেখিয়ে দিল ভারত! যোদ্ধাদের কীভাবে উৎসাহ দিলেন সচিন,দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনা ক্রাসে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতিতে ভারতই গোটা বিশ্বকে পথ দেখাতে পারে বলছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

১৪ ঘন্টার জনতা কারফিউ

১৪ ঘন্টার জনতা কারফিউ

করোনার থাবা থেকে দেশবাসীকে বাঁচাতে প্রধামন্ত্রী ১৪ ঘন্টার জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সারা দিয়ে দেশবাসী সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত, এই ১৪ ঘন্টা নিজেদের গৃহবন্দি রাখেন। বিজ্ঞানী ও ডাক্তাররা বলছেন, এই ১৪ ঘন্টা দেশের বেশিরভাগ মানুষ নিজেদের গৃহবন্দি করে রাখার ফলে দ্রুত হারে করোনা চেন আকারে ছড়িয়ে পড়া থেকে অনেকটা রোধ করবে।

 সচিন কী বললেন

সচিন কী বললেন

জনতা কারফিউকে মাথায় রেখে দেশের প্রতিটি প্রান্তে আজ সাট ডাউন পরিস্থিতি ছিল। কলকাতার হাওড়া ব্রীজ থেকে শুরু করে মুম্বইয়ের মেরিন ড্রাইভ, সর্বাচ্চ জনহীন রাস্তার ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। এই পরিস্থিতিতে ঘরে থেকে আজ ভারতবাসী দারুণ বুদ্ধিমত্তা পরিচয় দিল বলে প্রশংসা করেছেন সচিন।

সচিনের ভিডিও বার্তা

সন্ধ্যেতে এক ভিডিওতে সচিন বলেন, 'ভারত আজ দেখিয়ে দিল, চাইলে তারা করোনার মতো কঠিন ভাইরাস ব্যাধির বিরুদ্ধেও লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারে। সকল ভারতবাসীকে আজ অভিনন্দন। আমরা সবাই একসঙ্গে এভাবেই করোনার বিরুদ্ধে আগামী দিনেও পথে না বেরিয়ে ঘরে থেকে লড়াই করব। আসুন সেই শপথনি।'

 করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানালেন লিটল মাস্টার

করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানালেন লিটল মাস্টার

দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহ দেওয়ার পাশাপাশি সচিন বলেন,' করোনার বিরুদ্ধে ঝুঁকি নিয়েও যারা আজ নিজেদের কাজে গিয়ে জরুরী পরিষেরায় যোগ দিয়েছেন। সাধারণ নাগরিকদের জন্য ডাক্তারি পরিষেবা, নার্সের পরিষেবা, ঔষুধের দোকান খোলা রাখার ঝুঁকি নিয়েছেন, তাঁদের সবাই করোনা ওয়ারিয়ার্স।ওরাই আমাদের দেশের যোদ্ধা। ওদেরকে আরও উৎসাহ দিন। তোমাদের জন্য আমার পক্ষ থেকে কুর্ণিশ রইল।'

English summary
Sachin tendulkar says, India has Shown we can fight against Corona by Staying at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X