পিঙ্ক টেস্ট শুরুর আগে হঠাৎ কেন বোলারদের অসহায় বললেন সচিন তেন্ডুলকর
দরজায় কড়া নাড়ছে পিঙ্ক টেস্ট। বৃহস্পতিবার ডনের দেশে গোলাপি বলে দিন রাতের মহারণ দিয়ে ভারত-অজি টেস্ট যুদ্ধে বোধন। বহু প্রতীক্ষিত সিরিজের ঢাকে কাঠির আগে বোলারদের অসহায় বললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

বলে লালার ব্যবহারে নিষেধ
করোনা পরিবর্তী সময়ে ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। কোভিডের কারণে বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ থাকার পর, মাঠে বল গড়ানোর প্রথম দিন থেকেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই নিয়ম জারি করেছে।

পেসাররা অসহায় বলছেন লিটল মাস্টার
লালার এই ব্যবহার বন্ধের পর, বোলিংয়ে এখন পেসাররা অসহায় মনে করেছেন সচিন। লালার ব্যবহার নিষিদ্ধ করার পর বোলারদের জন্য আইসিসি বিকল্প কিছু বেছে না দেওয়াতে পেসারদের বোলিংয়ে ধার কমছে মনে করছেন লিটল মাস্টার।

ব্যাটসম্যানরা সুবিধে পাচ্ছেন, ক্রিকেটের ভারসাম্য নষ্ট, মত সচিনের
লালার ব্যবহারের মধ্য়ে দিয়ে বলের পালিশ চকচকে করে পেসাররা সুইংয়ে বৈচিত্র্য আনেন। লালার ব্যবহার বন্ধের কারণে সেই বৈচিত্র্য কমছে এবং ব্যাটসম্যানরা সুবিধে পাচ্ছেন বলে মনে করছেন সচিন। পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে সচিন বলেছেন, 'এটা অনেকটা ব্যাটসম্যানদের অফ সাইডে রান করা যাবে না! এমন পরিস্থিতির সমান।'

বিকল্পের পক্ষে মত সচিনের
অতিমারির সময়ে বলে লালার ব্যবহার নিষিদ্ধের পক্ষে হলেও বোলারদের জন্য বিকল্প চাইছেন সচিন। কিংবদন্তি আরও জানিয়েছেন, 'বোলাররা ৬০ শতাংশ লালা ও ৪০ শতাংশ ঘামের উপর নির্ভর করে। লালার ব্যবহার পুরোপুরি বন্ধের কারণে বোলারদের এখন প্রতিকূলতার মধ্যে বোলিং করতে হচ্ছে। '
কোভিড অতিমারির বছরে, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় হটকেকের মতো ভাইরাল হওয়া ভিডিওর সম্ভার