For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ টেস্ট উইকেটের মালিক ব্রডকে সচিন-যুবির শুভেচ্ছা, মুগ্ধ সোশ্যাল মিডিয়া

৫০০ টেস্ট উইকেটের মালিক ব্রডকে সচিন-যুবির শুভেচ্ছা, মুগ্ধ সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

টেস্টে ৫০০ উইকেট নেওয়া ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বোলারের বিরুদ্ধে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং, সেই বোলারের দক্ষতার প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়েছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

কী বললেন সচিন

কী বললেন সচিন

করোনা ভাইরাসের পরবর্তী যুগে হওয়া প্রথম টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ হেরেও দুর্দান্ত ভাবে ফিরে আসা ইংল্যান্ড ক্রিকেট দলকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। একই সঙ্গে এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া তথা টেস্টে ৫০০ উইকেট নেওয়া স্টুয়ার্ট ব্রডকে অভিনন্দন জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। লিখেছেন, যেন পায়ে স্প্রিং লাগিয়ে মিশনে নেমেছেন ইংল্যান্ড ফাস্ট বোলার।

কী লিখলেন যুবরাজ

কী লিখলেন যুবরাজ

২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই বোলারের টেস্টে ৫০০ উইকেট নেওয়া নজিরের মুহূর্তে উচ্ছ্বসিত হয়েছেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার। লিখেছেন, স্টুয়ার্ট প্রসঙ্গে উঠলেই ছয় ছক্কার স্মৃতি তুলে আনেন ক্রিকেট প্রেমীরা। বর্তমানে ব্রড যে জায়গায় এসে পৌঁছেছেন, তাতে মুগ্ধ হয়েছেন যুবি। টেস্টে এত উইকেট নেওয়া মুখের কথা নয় বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

ওল্ড ট্রাফোর্ডের টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে ইংল্যান্ড। বেন স্টোকসের দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ও পোপ। ক্যারিবিয়ান শিবিরের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন কেমার রোচ। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৬ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ২ উইকেটের বিনিময়ে ২২৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৯০ রান করেন ররি বার্নস। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে ১২৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ক্রিস ওকস। ৪ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।

স্টুয়ার্ট ব্রডের নজির

স্টুয়ার্ট ব্রডের নজির

ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৬২ রান করেছেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন তিনি। তাই তাঁকেই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরবর্তী যুগের প্রথম টেস্ট সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছেন ব্রড।

ঘুমের মধ্যেও পাবজির নেশা, গেম নিষিদ্ধ হলে কী করবেন ধোনি!ঘুমের মধ্যেও পাবজির নেশা, গেম নিষিদ্ধ হলে কী করবেন ধোনি!

English summary
Sachin Tendulkar's tweet on Stuart Broad wins hearts of social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X