For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের এই রেকর্ড বিরাটের পক্ষে ভাঙা এখন 'অলীক স্বপ্ন', তবুও আশাবাদী শোয়েব আখতার

সচিনের এই রেকর্ড বিরাটের পক্ষে ভাঙা এখন 'অলীক স্বপ্ন', তবুও আশাবাদী শোয়েব আখতার

Google Oneindia Bengali News

এশিয়া কাপে শুরুটা দুর্দান্ত করেছেন বিরাট কোহলি। ফর্মে না থাকা বিরাট প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন ৩৫ রান এবং দ্বিতীয় ম্যাচে অপরাজিত অর্ধ-শতরান করেন হংকং-এর বিরুদ্ধে। হংকং-এর বিরুদ্ধে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১০০০ দিনের বেশি কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান না পেলেও তাঁর পারফরম্যান্স আশা জোগাচ্ছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের। ২০১৯ সালে নভেম্বর মাসে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন কোহলি।

সচিনের রেকর্ড ভাঙাটা কঠিন দেখাচ্ছে:

সচিনের রেকর্ড ভাঙাটা কঠিন দেখাচ্ছে:

বিরাট কোহলির উপর প্রত্যেকেই বাজি ধরেছিলেন সচিনের রেকর্ড ভাঙার এক মাত্র যোগ্য ক্রিকেটার হিসেবে। প্রত্যেকেই মনে করতেন সচিনের একশোটি শতরানের রেকর্ড ছাড়াও একাধিক রেকর্ড ভেঙে দেবেন বিরাট। কিন্তু 'ক্রিকেট ঈশ্বর'-এর রেকর্ড ভাঙা হয়তো আর সম্ভব সম্ভব হবে না বিরাটের। বহু ক্রিকেট প্রেমী বা ক্রিকেট বিশেষজ্ঞের মতো এই বাস্তব বিষয়টা বুঝে গিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড ভাঙা সম্ভব নয় বিরাটের পক্ষে, তবে বিরাট এটি করতে তখনই পারবেন যখন তিনি তাঁর মাথার মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে নেবেন, জানাতে ভোলেননি শোয়েব।

শোয়েবের বক্তব্য:

শোয়েবের বক্তব্য:

নিজের ইউটিউব চ্যানেলে বিরাট কোহলি বলেন, "কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার হতে পারেন। আপনাকে নিজেকে বোঝাতে হবে যে আপনিই সর্বকালের সেরা। ও যদি করতে পারে তা হলে এই ৩০টা শতরান কঠিন হতে চলেছে। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ও নিজেকে সেটেল করার সময় পাবে। এখানে ও চেষ্টা করছে কিন্তু সময় বেশি নেই। আপনাকে ভাল স্ট্রাইক রেট মেনটেন করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে যাতে আপনার দল জেতে। ও পজিটিভ, ও আগ্রাসী, ও মহান ক্রিকেটার কিন্তু আমি সত্যিই চাই ও ১০০টা শতরান করুক এবং সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিক। এই মুহূর্তে এটা অসম্ভব, তবে এই ক্রিকেটারের ক্ষমতা রয়েছে এটা করে দেখাবার।"

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করুক বিরাট:

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করুক বিরাট:

শোয়েব এ-ও জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের পর নিজের কেরিয়ার নিয়ে ভাবা উচিৎ বিরাটের। তিনি বলেছেন, "বিরাট ভাল ভাবে ব্যাটের মাঝে বল লাগাতে পারছে না। দু'টো ইনিংসই বেশ প্যাচি। ও ৫৯ রান করেছে। আমি ওকে শুভ কামনা জানাতে চাই। কোহলির জন্য আমার উপদেশ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করো। এই ফরম্যাটে তুমি মানিয়ে নিতে পার কি না পারো তোমায় আরও ৩০টি শতরান করতে হবে। "

এশিয়া কাপ ২০২২-এ বিরাট কোহলির পারফরম্যান্স:

এশিয়া কাপ ২০২২-এ বিরাট কোহলির পারফরম্যান্স:

এশিয়া কাপে শুরুটা দুর্দান্ত করেছেন বিরাট কোহলি। ফর্মে না থাকা বিরাট প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন ৩৫ রান এবং দ্বিতীয় ম্যাচে অপরাজিত অর্ধ-শতরান করেন হংকং-এর বিরুদ্ধে। হংকং-এর বিরুদ্ধে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে।

English summary
Sachin Tendulkar's this record is looking quit impossible for Virat Kohli to break. Shoaib Akhtar feels that. But he still hope if Kohli wants than he has the ability to do this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X