For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলবেন কাদের হয়ে?

Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন এবার ছাড়তে চলেছেন মুম্বই। ইতিমধ্যেই তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নো অবজেকশন সার্টিফিকেশন চেয়েছেন। ২২ বছরের বাঁহাতি পেসার মুম্বই ইন্ডিয়ান্সে দুই মরশুম কাটালেও তাঁর আইপিএল অভিষেক হয়নি। মুম্বই দলে সুযোগ পাওয়ার পর বাদও পড়েন। অবশেষে কেরিয়ার বাঁচাতে নিলেন বড় সিদ্ধান্ত। গোয়ার হয়ে প্রাক মরশুমে ট্রায়াল ম্যাচ খেলে সেখানকার নির্বাচকদের আস্থা অর্জনই অর্জুনের লক্ষ্য।

মুম্বই ছাড়ছেন অর্জুন

মুম্বই ছাড়ছেন অর্জুন

অর্জুন আপাতত এমসিএ-র এনওসির অপেক্ষায় রয়েছেন। তা হাতে চলে এলেই তিনি গোয়া দলের হয়ে আসন্ন মরশুমে খেলবেন। অর্জুন ২০২০-২১ মরশুমে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে হরিয়ানা ও পুদুচেরীর বিরুদ্ধে খেলেছিলেন। তারপর আর মুম্বই দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের তরফে অর্জুনের মুম্বই ছাড়ার বিষয়টির কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

নতুন অভিযানের অপেক্ষায়

নতুন অভিযানের অপেক্ষায়

এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট বিবৃতিতে জানিয়েছেন, অর্জুনের কেরিয়ার এখন যে জায়গায় রয়েছে সেখানে তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি সংখ্যক ম্যাচ খেলা। মুম্বই ছেড়ে অন্যত্র গেলে তিনি অনেক বেশি সংখ্যক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন। সে কারণেই অর্জুন তাঁর কেরিয়ারে নতুন অভিযান শুরুর অপেক্ষায়। অপরদিকে জানা গিয়েছে, ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর রোহিত শর্মার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ লাডকে নিতে চাইছে ত্রিপুরা।

মুম্বই দল থেকে বাদ

মুম্বই দল থেকে বাদ

উল্লেখ্য, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অর্জুন শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলেছিলেন। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেট মরশুমে সাদা বলের ক্রিকেটে সাদা বলের সম্ভাব্য দলেও ঠাঁই পাচ্ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ডেভেলপমেন্ট দলের হয়ে ইংল্যান্ডে সম্প্রতি অর্জুন টি ২০ ম্যাচ খেলতে গিয়েছিলেন। ইংল্যান্ডের কাউন্টি দলগুলির ম্যাচে অর্জুনের সঙ্গে ছিলেন কুমার কার্তিকেয়, ডেওয়াল্ড ব্রেভিসের মতো ক্রিকেটাররা। তবে অর্জুন সবচেয়ে ধাক্কাটি খান নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়ে মুম্বইয়ের সম্ভাব্য দল থেকে বাদ পড়ায়।

গোয়ায় নতুন ইনিংস

গোয়ায় নতুন ইনিংস

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরজ লটলিকার বলেন, আমাদের দলে একজন বাঁহাতি বোলার প্রয়োজন। মিডল অর্ডারেও এমন প্লেয়ার দরকার যিনি ব্যাটিং-বোলিংয়ে দক্ষ। সে কথা মাথায় রেখে আমরা অর্জুনকে গোয়ায় খেলার আমন্ত্রণ জানিয়েছি। প্রাক মরশুমে সাদা বলের যে ট্রায়াল ম্যাচগুলি আমরা খেলব তাতে অর্জুনও থাকবেন। সেখানে তাঁর পারফরম্যান্স দেখে চূড়ান্ত দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

English summary
Sachin Tendulkar's Son Arjun Tendulkar Is All Set To Leave Mumbai. In All Likelihood Arjun Will Play For Goa In The Upcoming Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X