For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার দিন সচিনের বিরাট রেকর্ড ভেঙে দিলেন কোহলি

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার দিন সচিনের বিরাট রেকর্ড ভেঙে দিলেন কোহলি

Google Oneindia Bengali News

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের প্রধান কারিগর বিরাট কোহলি। তাঁর ৮২ রানের ইনিংসের উপর ভর করে পাকিস্তানকে টানটান ম্যাচে শেষ বল জয় ছিনিয়ে নিয়েছে ভারত। রবিবার এই সাফল্যের মধ্য়ে আরও একটি নজির অর্জন করলেন বিরাট কোহলি।

সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি:

সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি:

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে অর্ধ-শতরান করার সঙ্গেই বিরাট কোহলি আইসিসি ইভেন্টে সর্বাধিক অর্ধ-শতরান সংগ্রহকারীদের মধ্যে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন। আইসিসি ইভেন্টে সচিনের অর্ধ-শতরান সংখ্যা ২৩। সেখানে রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি ২৪তম অর্ধ-শতরান করেন বিরাট।

আইসিসি টুর্নামেন্ট অনুযায়ী বিরাটের পরিসংখ্যান:

আইসিসি টুর্নামেন্ট অনুযায়ী বিরাটের পরিসংখ্যান:

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলেছেন বিরাট। সেখানে ৪৬.৮১ গড়ে তাঁর সংগ্রহ ১০৩০ রান। দু'টি শতরান এবং ছয়টি অর্ধশতরান করেছেন তিনি, বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ ১০৭। আইসিসি টি-২০ বিশ্বকাপে ২২ ম্যাচ এবং ২০ ইনিংসে ৮৪.২৭ গড়ে বিরাট করেছেন ৯২৭ রান। তাঁর ব্যাট থেকে ১১টি অর্ধশতরান এসেছে এবং সেরা ৮৯*। ক্রিস গেইল এবং মাহেলা জয়বর্ধনের পর প্রতিযোগীতার ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩ ম্যাচে বিরাট করেছেন ৫২৯ রান। ১২ ইনিংসে তাঁর গড় ৮৮.১৬। তিনি এই প্রতিযোগীতায় পাঁচটি অর্ধ-শতরান করেছেন এবং সর্বোচ্চ ৯৬*।

আইসিসি টুর্নামেন্টে সচিনের পরিসংখ্যান:

আইসিসি টুর্নামেন্টে সচিনের পরিসংখ্যান:

বিশ্বকাপে ৪৫টি ম্যাচে ৪৪টি ইনিংস খেলে সচিন তেন্ডুলকর করেছেন ২২৭৮ রান। তাঁর গড় রান ৫৬.৯৫। ৬টি শতরান এবং ১৫টি অর্ধ-শতরান তিনি করেছেন বিশ্বকাপে। বিশ্বকাপে সচিনের সর্বোচ্চ রান ১৫২। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচও খেলেননি সচিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৬ ম্যাচে ১৪ ইনিংসে মাস্টার ব্লাস্টারের সংগ্রহ ৪৪১ রান। তাঁর গড় ৩৬.৭৫। এই প্রতিযোগীতায় তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান এবং একটি অর্ধ-শতরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর সর্বোচ্চ রান ১৪১।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের সংক্ষিপ্তসার:

ভারত বনাম পাকিস্তান ম্যাচের সংক্ষিপ্তসার:

পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ১৫৯/৮ রান তোলে রবিবারের মহারণে ভারতের বিরুদ্ধে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং তিনি সহযোগীতা পান হার্দিক পাণ্ডিয়ার। বিরাটের ৮২ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ম্যাচটি শেষ বলে জিতে নেয় ভারত। এই জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত।

ICC T20I World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে জয় পেল বাংলাদেশICC T20I World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে জয় পেল বাংলাদেশ

English summary
Sachin Tendulkar's record of most half centuries in ICC event broken by Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X