For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে গোল্ডেন ডাক সচিন, টুইটারে শোকের ছায়া ভারতের অনুরাগীদের মধ্যে

ভিডিও: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে গোল্ডেন ডাক সচিন, টুইটারে শোকের ছায়া ভারতের অনুরাগীদের মধ্যে

Google Oneindia Bengali News

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ফাইনালে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে ভারতীয় লেজেন্ডস চ্যাম্পিয়ন হলেও সমর্থকদের নিরাশ করেছেন ব্যাটসম্যান সচিন। শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে ফাইনালে প্রথম বলেই প্যাভলিয়নে ফেরেন মাস্টার ব্লাস্টার। নুয়ান কুলসেকরার বলে বোল্ড হন 'ক্রিকেট ঈশ্বর'। সচিন আউট হওয়ার সঙ্গেই শ্মশানের নিস্তব্ধতা ঘিরে ধরে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিনের গোল্ডেন ডাক:

শ্রীলঙ্কার প্রাক্তন তারকা নুয়ান কুলসেকরার ইন সুইঙ্গার সচিনের ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে সরাসরি গিয়ে লাগে অফ-স্ট্যাম্পের উপরের দিকে। ওপেন করতে নামা সচিনকে খেলতে দেখার জন্য গোটা স্টেডিয়াম যখন উত্তেজনায় ফুটছে তখন সমর্থককূলে সমস্ত আশায় জল ঢেলে প্রথম বলেই সচিনের উইকেটের পাশে নিজের নাম তুলে নেন কুলসেকরা। সচিনের পাশাপাশি তিনি কিছু সময়ের মধ্যে তুলে নেন সুরেশ রায়না, যুবরাজ সিং-এর উইকেটও।

সচিনের আউটে সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া সমর্থকদের:

হৃদয় ভাঙে যাওয়ার একটি ইমোজির সঙ্গে টুইটারে এক সমর্থক লিখেছেন, "এমনটা ভারতীরা চাইছিলেন না। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর ফাইনালে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরলেন সচিন তেন্ডুলকর। কুলসেকরার ইন সুইংঙ্গারে আউট হন তিনি।"

আরও একবার কুলসেকরারশিকার সচিন:

অপর এক সমর্থক লিখেছেন, "আরও এক বারকুলসেকরার ফাইনালে সচিনেরউইকেট পেলেন এবং গোটা মাঠে চূড়ান্ত নিঃশব্দতা।"

রোড সেফটি সিরিজের সংক্ষিপ্ত ফলাফল:

রোড সেফটি সিরিজের সংক্ষিপ্ত ফলাফল:

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এ প্রথমে ব্যাটিং করে মেগা ফাইনালে ভারতীয় লেজেন্ডস তোলে ১৯৫/৬ রান। ভারতের হয়ে ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন নমন ওঝা। নুয়ান কুলসেকরা তিনটি উইকেট পান শ্রীলঙ্কার হয়ে। ১৯৬ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা লেজেন্ডসের ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৫১ রান করেন ঈশান জয়রত্নে। বিনয় কুমার সর্বাধিক তিন উইকেট পান ভারতের হয়ে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নমন ওঝা এবং প্রতিযোগীতার সেরা নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশন।

Novak Djokovic: মরসুমের চতুর্থ ওপেনের ফাইনালে জোকার, প্রতিপক্ষ চিলিচNovak Djokovic: মরসুমের চতুর্থ ওপেনের ফাইনালে জোকার, প্রতিপক্ষ চিলিচ

English summary
Sachin Tendulkar's depart for Golden Duck in Road Safety World Series 2022 final makes the crowd silent in Raipur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X