For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকরের এই মুহূর্ত এবার স্পোর্টস অ্যাওয়ার্ডের সেরা পাঁচের লড়াইয়ে

সচিন তেন্ডুলকরের এই মুহূর্ত এবার স্পোর্টস অ্যাওয়ার্ডের সেরা পাঁচের লড়াইয়ে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় হিসেবে গর্বের দিন। ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের জীবনে বিশ্বকাপ জয়ের মুহূর্তটি এবার শেষ ২০ বছরে লরিয়াস বিশ্বসেরা স্পোর্টিং মোমেন্টের বাছাই প্রথম পাঁচে জায়গা পেয়েছে। এরপর তৃতীয় ও ফাইনাল রাউন্ডের ভোটাভুটির পর সেরা মুহূর্তের নাম ঘোষণা করা হবে।

সচিন তেন্ডুলকরের এই মুহূর্ত এবার স্পোর্টস অ্যাওয়ার্ডের সেরা পাঁচের লড়াইয়ে

সেক্ষেত্রে ২০১১ সালে মুম্বইয়ের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের পর সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে সতীর্থদের ভিকট্রি ল্যাপ দেওয়ার ছবিটি প্রথম হতে পারে বলে, ক্রিকেট সমর্থকরা আশা রাখছেন।

সচিনের কেরিয়ারের এই মুহূর্তটি অ্যাওয়ার্ডের লড়াইয়ে 'ক্যারিড অফ দি সোল্ডারস ওফ এ নেশন' নামে স্বীকৃত। ১৭ ফেব্রুয়ারি বার্লিনে চূড়ান্ত বাছাইয়ের পর সেরা মুহূর্তটি ঘোষণা করা হবে। সচিনের এই মুহূর্তটি সঙ্গে, গত কুড়ি বছরের আরও চারটি ক্রিকেটীয় মুহূর্ত সেরার সেরার লড়াইয়ে রয়েছে।

সচিন তেন্ডুলকরের এই মুহূর্ত এবার স্পোর্টস অ্যাওয়ার্ডের সেরা পাঁচের লড়াইয়ে

উল্লেখ্য সচিন তেন্ডুলকর দেশের হয়ে দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট খেলেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক দিয়ে সচিনের সিনিয়র ক্রিকেটে অভিষেক। এরপর এই কিংবদন্তি ২০১৩ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন।

বিশ্ব ক্রিকেটে সচিন একমাত্র ক্রিকেটার যিনি দুশোটি টেস্ট খেলেছেন এবং দুই ফর্ম্যাট মিলিয়ে একশোটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওডিআইয়ে ৪৯টি ও টেস্টে সচিনের ৫১টি সেঞ্চুরি রয়েছে। কেরিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ২০১১ সালে সচিনের কাপ জয়ের স্বপ্ন সত্যি হয়েছিল।

English summary
Sachin Tendulkar’s 2011 WC Win moment are among 5 shortlisted for Laureus Sporting Moment award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X