For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকরকে তাঁর অতীত মনে করিয়ে দিচ্ছেন কোন ব্যাটসম্যান?

সচিন তেন্ডুলকরকে তাঁর অতীত মনে করিয়ে দিচ্ছেন কোন ব্যাটসম্যান?

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার উঠতি তারকা মার্নাস লাবুশানেকে দেখে নিজের অতীতের কথা মনে পড়ে যাচ্ছে সচিন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার চ্যারিটি ম্যাচ খেলতে গিয়ে লাবুশানের ফুটওয়ার্কের ভূয়শী প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। অজি ব্যাটসম্যানের আগামী দিন উজ্জ্বল বলেও জানিয়েছেন ভারতীয় লেজেন্ড।

কনকাশান সাবস্টিটিউট

কনকাশান সাবস্টিটিউট

ইংল্যান্ডে হওয়া ২০১৯-র অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে মাথায় গুরুতর চোট পান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামেননি। পরিবর্তে বিশ্বের প্রথম কনকাশান সাবস্টিটিউট হিসেবে লর্ডসে ব্যাট করতে নেমেছিলেন মার্নাস লাবুশানে।

মার্নাসে মুগ্ধ সচিন

মার্নাসে মুগ্ধ সচিন

১) লর্ডসে স্টিভ স্মিথের পরিবর্তে ব্যাট করতে নেমেই ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে আঘাত পান মার্নাস লাবুশানে। তারপরেও সোজা হয়ে দাঁড়িয়ে ওই ইনিংসে ৫৯ রান করেছিলেন অজি ব্যাটসম্যান। সেদিন খেলা দেখতে বসে লাবুশানের সাহস ও ফুটওয়ার্কে মুগ্ধ হয়েছিলেন সচিন তেন্ডুলকর।

২) অজি ব্যাটসম্যানকে দেখে নিজের কথা মনে পড়ে যায় সচিন তেন্ডুলকরের। ১৯৮৯ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল মাস্টার ব্লাস্টারের। প্রথম ম্যাচে ওয়াকার ইউনিসের বাউন্সারের আঘাতে সচিনের নাক ফেটে রক্ত বেরিয়েছিল। তারপরও সোজা হয়ে দাঁড়িয়ে অর্ধশতরান করে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন লিটল মাস্টার।

দুর্দান্ত ফুটওয়ার্ক

দুর্দান্ত ফুটওয়ার্ক

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে দেখে নিজের ফুটওয়ার্কের কথা মনে পড়ে যাচ্ছে সচিন তেন্ডুলকরের। তাঁর কথায়, বলের সঙ্গে ব্যাটসম্যানের ফুটওয়ার্ক শারীরিক নয়, মানসিক প্রক্রিয়া। ব্যাটসম্যানের মনে ইতিবাচক ভাবনা থাকলে পায়ের নাড়াচাড়া সঠিক ভাবে হয় বলেই মনে করেন মাস্টার ব্লাস্টার। তাঁর কথায়, সঠিক ফুটওয়ার্ক পাওয়ার জন্য মনে সাহস থাকা আবশ্যক। সেদিক থেকে মার্নাস লাবুশানে ফুল মার্নাস পাবেন বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর। লাবুশানের ফুটওয়ার্ক সম্পদ বলে দাবি মাস্টার ব্লাস্টারের।

লাবুশানের ফর্ম

লাবুশানের ফর্ম

২০১৯ সালে শেষ পাঁচ টেস্টে ৮৯৬ রান এসেছে মার্নাস লাবুশানের ব্যাট থেকে। শেষ আট ইনিংসে একটি দ্বিশতরান, একটি শতরান ও দুটি ১৫০-সহ ১১২ ব্যাটিং গড় পেয়েছেন অজি ব্যাটসম্যান। মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্টে ৬৪.৪৩-র গড়ে ১৪৫৯ রান করেছেন মার্নাস লাবুশানে। টেস্টে দুর্দান্ত ফর্মের সৌজন্যে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলেও সুযোগ পেয়েছেন লাবুশানে।

English summary
Sachin Tendulkar praises the footwork of Marnus Labuschagne
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X