For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-যুবির ঝড়ে লারাদের বিরুদ্ধে সেমিফাইনালে ভারত লেজেন্ডস রানের পাহাড়ে

Google Oneindia Bengali News

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালে আজ সচিন-লারা দ্বৈরথ। দুশোর উপর রান তুলে ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল সচিনের ভারত লেজেন্ডস। টস হেরে ব্যাট করতে নেমে ভারত লেজেন্ডস তুলেছে তিন উইকেটে ২১৮ রান। প্রথমে সচিন-বীরু, আর শেষে যুবি-পাঠান ঝড় দেখল রায়পুর। সচিন দুরন্ত অর্ধশতরান করলেন চেনা মেজাজে ব্যাট করে। আর শেষে ফের যুবির ছক্কার মালা।

ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

বীরু ঝড়

বীরু ঝড়

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস অধিনায়ক ব্রায়ান লারা। শুরুতেই ঝড় তোলে সচিন-শেহওয়াগ জুটি। ৫ ওভার ৩ বলের মাথায় টিনো বেস্টের বলে কট অ্যান্ড বোল্ড হন বীরেন্দ্র শেহওয়াগ। ওপেনিং জুটিতে ওঠে ৫৬। মাত্র ১৭ বলে ৩৫ রান করেন বীরু। মেরেছেন ৫টি চার, একটি ছয়।

সচিনের অর্ধশতরান

সচিনের অর্ধশতরান

বীরু ফেরার পর অধিনায়কোচিত দায়িত্বশীল অর্ধশতরানের মাধ্যমে দলের ভিত মজবুত করেন সচিন তেন্ডুলকর। ৩৬ বপলে অর্ধশতরান পূর্ণ করেন। তার পরের বলেই ফের ছক্কা হাঁকান। যদিও বীরুর পর সচিনের উইকেটটিও তুলে নেন বেস্ট। ৪২ বলে ৬৫ রান করে আউট হন সচিন। তাঁর ইনিংস সাজানো ছটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। সচিন আউট হন ম্যাচের পঞ্চদশ ওভারের প্রথম বলে। ভারতের রান তখন ৩ উইকেটে ১৪০। সচিনের আগে আউট হন তিনে নামা মহম্মদ কাইফ। ২১ বলে ২৭ রান করেন তিনি।

যুবি-পাঠানে দুশো পার

যুবি-পাঠানে দুশো পার

এই পরিস্থিতি থেকে ভারত লেজেন্ডসের রান দুশো পার করে দেন যুবরাজ সিং ও ইউসুফ পাঠান। ৩৫ বলে তাঁদের জুটিতে ওঠে ৭৮ রান। ২টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন চারে নামা ইউসুফ পাঠান। তবে বেশি আক্রমণাত্মক ছিলেন যুবরাজ সিং। তিনি ব্যাট করতে নামেন পাঁচে। ছটি ছয় ও একটি চারের সাহায্যে ২০ বলে দুরন্ত ৪৯ রান করে অপরাজিত থাকেন যুবি। ১৯তম ওভারে নাগামুত্তুর বলে চারটি এবং শেষ ওভারে সুলেমান বেনের বলে দুটি ছক্কা হাঁকান যুবরাজ।

সফলতম বেস্ট

সফলতম বেস্ট

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বোলারদের মধ্যে সফলতম টিনো বেস্ট। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। বাকি বোলারদের মধ্যে সুলেমান বেনের ইকনমি প্রায় ১১, মহেন্দ্র নাগামুত্তু ও রায়ান অস্টিনের ইকনমি ১২-র বেশি। ডোয়েইন স্মিথ ওভারপিছু ১৩.৭৫ রান দেন।

English summary
Road Safety World Series Semi Final Between India Legends and West Indies Legends. India Legends Captain Sachin Tendulkar Hits Blazing Fifty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X