For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকর ব্যাট হাতে চেনা মেজাজে, জাতীয় ক্রীড়া দিবসে দিলেন কোন বার্তা? দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর ফের হাতে তুলে নিলেন ব্যাট। আর তারপর? টি ২০ নয়, যেন টি ১০ খেলার মেজাজে শুরু করলেন ব্যাটিং। দৃষ্টিনন্দন কভার ড্রাইভ থেকে হুক, পুল, স্কোয়্যার কাট, কী নেই! মাস্টার ব্লাস্টারকে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট পাওনা। জাতীয় ক্রীড়া দিবসে এ এক বড় উপহার।

ব্যাট হাতে সচিন

ব্যাট হাতে সচিন

সচিন তেন্ডুলকরকে কয়েক মাস আগে দেখা গিয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু লেজেন্ডস লিগ। যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় খেললেও দেখা যাবে না তাঁর ছোটুবাবুকে। অন্তত এখনও অবধি যে ক্রিকেটারদের তালিকা রয়েছে তাতে সচিনের নাম নেই। সৌরভ এখনও লেজেন্ডস লিগের প্রস্তুতিতে নামেননি। তবে ইন্ডোরেই ব্যাটিং করতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিককে।

জাতীয় ক্রীড়া দিবসে বার্তা

হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন ভারতে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। এদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্রীড়াবিদরা ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকরও বিশেষ বার্তা দিয়ে লিখেছেন, খেলার জন্য বয়স কোনও বাধা নয়। খেলাধুলোকে বেছে নিয়ে নিয়মিত তা চালিয়ে যাওয়া এবং আরও ফিট দেশ হিসেবে ভারতকে গড়ে তোলার ডাকও দিয়েছেন সচিন। তবে থেমে থাকেননি এখানেই।

খেলার ডাক

এই পোস্টের পরেই আর একটি পোস্ট করেছেন সচিন। যাতে দেখা যাচ্ছে তিনি চেনা মেজাজে ব্যাট করছেন। জাতীয় ক্রীড়া দিবসে নিজের সবচেয়ে পছন্দের খেলা খেলবেন না,তা কী করে হয়! ক্রিকেটের প্রতিই তো তাঁর জীবন উৎসর্গীকৃত। নিজের খেলার এই ভিডিও পোস্ট করে সচিন সকলকে আহ্বান জানান নিজেদের পছন্দের খেলার ছবি ও ভিডিও পোস্ট করার জন্য। যেভাবে সচিনকে ব্যাট করতে দেখা গিয়েছে তাতে বয়স যে শুধুই সংখ্যা তা আরও একবার প্রমাণিত।

এশিয়া কাপ নিয়ে

এর আগে, গতকাল এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতেও মুখিয়ে ছিলেন সচিন। ভারতের জয়ের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, চাপের মুখে বোলারদের ফিটনেস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে দুই দলের পেসাররাই ভালো বোলিং করেছেন। শেষ অবধি থেকে হার্দিক পাণ্ডিয়া মূল্যবান ইনিংস খেলেছেন এবং ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলিও তাঁকে যোগ্য সহায়তা দিয়েছেনয রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেওয়ার জন্য রোহিত শর্মার দলকে অভিনন্দনও জানান সচিন।

English summary
Sachin Tendulkar Has Played Trademark Shots On National Sports Day. Video Of Master Blaster Goes Viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X