For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সৌরভ-দ্রাবিড়রা বিশ্বকাপ পায়নি, সচিনকেও ছ’বার খেলে এই খেতাব অর্জন করতে হয়েছিল', কেন এমন বললেন শাস্ত্রী

'সৌরভ-দ্রাবিড়রা বিশ্বকাপ পায়নি, সচিনকেও ছ’বার খেলে এই খেতাব অর্জন করতে হয়েছিল', কেন এমন বললেন শাস্ত্রী

Google Oneindia Bengali News

একজন ক্রিকেটার বিশ্বকাপ জিততে না পারা মানে এই নয় যে যাঁরা বিশ্বকাপ জিতেছে তাঁদের থেকে নিম্ন মানের সেই সংশ্লিষ্ট ক্রিকেটার, এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক রবি শাস্ত্রী।

সৌরভ-দ্রাবিড়রা বিশ্বকাপ পায়নি, সচিনকেও ছ’বার খেলে এই খেতাব অর্জন করতে হয়েছিল, কেন এমন বললেন শাস্ত্রী

বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ওমানে রয়েছেন শাস্ত্রী। সেখানেই শাস্ত্রী এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড, অনিল কুম্বলে কখনও বিশ্বকাপ জেতেনি, এর মানে কি এরা খারাপ ক্রিকেটার?

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "বহু বড় বড় ক্রিকেটার বিশ্বকাপ জেতেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণ, অনিল কুম্বলে কখনও বিশ্বকাপ জেতেনি, তা হলে কি এরা খারাপ ক্রিকেটা হয়ে গেল?। আমাদের মাত্র দু'জন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আছে। এমনকী (সচিন) তেন্ডুলকরকেও এই খেতাব জেতার জন্য ছ'টি বিশ্বকাপ খেলতে হয়েছে। একজন ক্রিকেটারকে বিশ্বকাপ জয়ের মাপকাঠি দিয়ে বিচার করতে পার না। তাঁকে বিচার করতে গেলে দেখতে হবে সে কেমন খেলে, খেলার আইকন হয়ে কি উঠতে পারছে, দীর্ঘ সময় ধরে কি খেলছে, সেটা দেখতে হবে।"

উল্লেখ্য, ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ।

অনিল কুম্বলের সঙ্গে মানিয়ে নিয়ে বিরাট কোহলির সমস্যা হওয়া, কুম্বলের পরিবর্তে নিয়োগ করা হয় রবি শাস্ত্রীকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ভাল মতো মিশে গিয়েছিলেন বিরাট। যদিও তাঁর অধীনে কোনও আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে স্রেফ ব্যর্থতা নিয়েই ইংল্যান্ড ছাড়তে হয়েছিল বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী জুটি। গত বছর টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে এবং রবি শাস্ত্রীর কোচিং-এ গ্রুপ পর্যায়ের বাধাই টপকাতে পারেনি ভারত।

টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান রবি শাস্ত্রী। শাস্ত্রীর পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্বে বর্তমানে রয়েছেন রাহুল দ্রাবিড়।

English summary
Ravi Shastri said winning world cup is not the way to judge a players credibility. Many prominent player like ganguly, dravid, kumble did not win world cup and that does mean they are bad cricketers said Shastri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X