For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণ প্রজন্মকে নিজের উদাহরণ দিলেন সচিন তেন্ডুলকর, কিন্তু কেন?

তরুণ প্রজন্মকে নিজের উদাহরণ দিলেন সচিন তেন্ডুলকর, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

সাফল্য পেতে গেলে জীবনে শর্ট কাট অনুসরণ করা যাবে না বলে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। নিজের জীবনের উদাহরণ টেনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করারও চেষ্টা করেছেন সচিন।

তরুণ প্রজন্মকে নিজের উদাহরণ দিলেন সচিন তেন্ডুলকর, কিন্তু কেন?

মাস্টার ব্লাস্টার বলেছেন, নিজের ক্রিকেট কেরিয়ারে তিনি সাফল্যের পাশাপাশি বিবিধ ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। আর সেই সময়ই তিনি জীবনকে আরও ভালো ভাবে চিনেছেন বলে জানিয়েছেন সচিন। মুম্বইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, জীবনে সাফল্য পাওয়ার মূল সোপানই হল নিয়মানুবর্তিতা, মনোযোগ, স্থির লক্ষ্য, সঠিক পরিকল্পনা ও তার প্রয়োগ। দেশের তরুণ প্রজন্মকে এই মন্ত্রগুলি অনুসরণ করার বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর।

লিটল মাস্টারের কথায়, ব্যাট হাতে তিনি একাধিকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু দল, সতীর্থ ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁর খারাপ সময় কেটেও গিয়েছে। কিন্তু দুঃসময়ে তিনি কোনও দিনই শর্ট কাট নেননি কিংবা প্রতারণা করেননি বলে জানিয়েছেন সচিন। বরং সোজা হয়ে চ্যালেঞ্জগুলি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সাফল্য পাওয়ার ক্ষেত্রে কেউ প্রতারণা করলে, সেই অপরাধ লুকোনো থাকবে না বলেই মনে করেন সচিন তেন্ডুলকর।

English summary
Sachin Tendulkar give message to the youngsters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X