For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের পাশে দাঁড়ানো কিংবদন্তিকে চিনছেন? ইনস্টাগ্রামে নতুন কোন কীর্তিতে লর্ডসকে জড়ালেন তেন্ডুলকর?

Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর নতুন নজিরের সঙ্গে জড়িয়ে নিলেন লর্ডসকে। গতকাল স্ত্রী অঞ্জলিকে নিয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক দেখতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে তাঁদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক ফ্রেমে দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। খেলা দেখার ফাঁকে আরও এক কিংবদন্তির সঙ্গে দেখা হলো মাস্টার ব্লাস্টারের।

সচিনের পাশে দাঁড়ানো কিংবদন্তিকে চিনছেন?

(ছবি- সচিন তেন্ডুলকরের ইনস্টাগ্রাম)

সচিন তেন্ডুলকর ও স্যর গারফিল্ড সোবার্স এক ফ্রেমে। সেই ছবি নিজেই শেয়ার করেছেন লিটল মাস্টার। ক্যাপশনে সচিন লিখেছেন, এক এবং অদ্বিতীয় স্যর গ্যারি-র সঙ্গে লর্ডসে খেলা দেখলাম। স্পেশ্যাল মোমেন্ট হ্যাশট্যাগ দিয়ে সচিন আরও লিখেছেন, ইনস্টাগ্রামে আমার ১০০০তম পোস্টে এর চেয়ে ভালো ছবি হতেই পারে না। মাস্টার ব্লাস্টারের এই নতুন মাইলস্টোন স্পর্শের ঘটনাটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রথম ঘণ্টাতেই এই পোস্ট ৭০ হাজার লাইক পেয়ে যায়। ২ ঘণ্টার মধ্যে লাইকের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি। এর আগে ব্রায়ান লারার সঙ্গে সোবার্সের সাক্ষাতের ছবিটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

গ্যারি সোবার্সকে হাতের কাছে পেয়ে ছবি তুলতে দেরি করেননি হরভজন সিংও। হরভজন সোবার্স-সচিনের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন ক্রিকেটের দুই বিগেস্ট মাস্টারের সঙ্গে হোম অব ক্রিকেটে! দীপ দাশগুপ্ত অবশ্য ওভালে ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক চলাকালীন গ্যারি সোবার্সের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন, ক্যাপশনে লেখেন ফ্যানবয় মোমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যর গারফিল্ড সোবার্সের এখন ৮৫ বছর বয়স। ২৮ জুলাই পূর্ণ করবেন ৮৬। ১৯৫৪ থেকে ১৯৭৪ অবধি ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ৯৩টি টেস্ট খেলেছেন। ১৬০টি ইনিংসে ৮,০৩২ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৩৬৫। গড় ৫৭.৭৮, ২৬টি শতরান ও ৩০টি অর্ধশতরান রয়েছে। ক্যাচ ধরেছেন ১০৯টি। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৩৫টি, সেরা বোলিং ৭৩ রানে ছয় উইকেট। ৩৮৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৮,৩১৪ রান রয়েছে সোবার্সের। ৮৬টি শতরান ও ১২১টি অর্ধশতরানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০৪৩টি উইকেট। একটিই একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ১৯৭৩ সালে সেই ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও বল হাতে ১টি উইকেট পেয়েছিলেন। লিস্ট এ ক্রিকেটে ৯৫টি ম্যাচে ১০৯টি উইকেট দখল করেছেন। রান করেছেন ২,৭২১। একটি শতরান ও ১৮টি অর্ধশতরান করেন। ৩৯টি ম্যাচে টানা দেশকে নেতৃত্ব দিয়েছেন সোবার্স। টেস্টে ব্যক্তিগত সর্বাথিক রানের তালিকায় সোবার্সের অপরাজিত ৩৬৫ রয়েছে তিনে। ১৯৬৮ সালের ৩১ অগাস্ট সোবার্সই প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন।

সৌরভ-জয়ের বিসিসিআই সুপ্রিম কোর্টে জানাল নয়া আর্জি! দ্রুত শুনানি চাওয়ার কারণ কী?সৌরভ-জয়ের বিসিসিআই সুপ্রিম কোর্টে জানাল নয়া আর্জি! দ্রুত শুনানি চাওয়ার কারণ কী?

English summary
Sachin Tendulkar Celebrates 1000th Instagram Post With A Picture With Sir Gary Sobers At Lord's. It Went Viral On Social Media In No Time And Gathered More Than 1 Lac Likes In Just 2 Hours.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X