শিক্ষক দিবসে গুরুদের মনে করলেন সচিন-বিরাট, ভাইরাল হল পোস্ট
করোনা ভাইরাসের আবহে দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। কোথাও অনলাইনে চলছে শুভেচ্ছা আদান-প্রদান, তো কোথাও ঝুঁকি নিয়ে প্রিয় শিক্ষকের কাছে পৌঁছে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। এমন বিশেষ দিনে নিজেদের শিক্ষাগুরুদের স্মরণ করলেন মাস্টার ব্লাস্টার তথা ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

নিজের ক্রিকেট গুরু প্রয়াত রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। একই সঙ্গে জীবনের শিক্ষক হিসেবে প্রয়াত বাবাকে স্মরণ করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর ক্রিকেট কেরিয়ারে যার প্রভাব সবচেয়ে বেশি, যিনি তাঁর হাতে ধরিয়ে দিয়েছিলেন ব্যাট, সেই দাদা অজিত তেন্ডুলকরকেও এই বিশেষ দিনে শিক্ষকের মর্যাদা দিয়েছেন লিটল মাস্টার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">COVID19 has shut schools, yet teachers have gone online to continue teaching. Always inspiring!<br><br>Forever grateful to them for shaping us into better human beings and helping us progress.<a href="https://twitter.com/hashtag/HappyTeachersDay?src=hash&ref_src=twsrc%5Etfw">#HappyTeachersDay</a> to all & my 3 special teachers, my father, Achrekar sir & my brother Ajit. <a href="https://t.co/qh0RshaAy2">pic.twitter.com/qh0RshaAy2</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1302151954349486080?ref_src=twsrc%5Etfw">September 5, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে দিল্লিতে যে কোচের অধীনে তাঁর ক্রিকেট কেরিয়ার অন্য খাতে বইতে শুরু করেছিল, সেই রাজকুমার শর্মাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। প্রাক্তন কোচের সঙ্গে নিজের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চিকু। তা দেখে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">A teacher gives you many valuable lessons in your journey. Forever grateful for the ones I got from my coach Mr. Rajkumar Sharma 🙌😇. Happy Teacher's Day to all the teachers who've guided their students in their journeys. <a href="https://t.co/LPnUXsIzhp">pic.twitter.com/LPnUXsIzhp</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1302210654959362048?ref_src=twsrc%5Etfw">September 5, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আইপিএল খেলতে দুবাইতে রয়েছেন বিরাট কোহলি। করোনা ভাইরাসের আবহে সেখানে সতীর্থদের সঙ্গে গভীর অনুশীলনে মগ্ন রয়েছেন অধিনায়ক। তারই ফাঁকে নিজের ক্রিকেট গুরুকে চিনিয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।