For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাপেল নয়, ইরফানকে ব্যাটসম্যান বানানোর ভাবনা এই ভারতীয় কিংবদন্তির!

চ্যাপেল নয়, ইরফানকে শুরুতে ব্যাট করতে পাঠানোর ভাবনা ছিল এই ভারতীয় কিংবদন্তির

  • |
Google Oneindia Bengali News

বোলার ইরফান পাঠানকে অল-রাউন্ডার বানিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল, এমন ধারণাই প্রচলিত দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে। ব্যাটিংয়ের ওপর মনোনিবেশ করতে গিয়ে পাঠানের বোলিং প্রতিভা তথা কেরিয়ার নষ্ট করার জন্যও চ্যাপেলকেই কাঠগড়ায় তোলা হয়ে থাকে। যদিও পাঠান নিজে এর জন্য অজি কিংবদন্তিকে দায়ী করেন না। কিন্তু কেন, তা নিজেই জানিয়েছেন ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

চ্যাপেল নয় সচিন

চ্যাপেল নয় সচিন

তাঁকে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানোর পিছনে কেবল গ্রেগ চ্যাপেলের হাত রয়েছে, এমন ধারণায় জল ঢেলেছেন খোদ ইরফান পাঠান। তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর ভাবনা ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। চ্যাপেল কেবল মাস্টার ব্লাস্টারের প্রস্তাবে সায় দিয়েছিলেন বলে জানিয়েছেন পাঠান। ভারতীয় দলের হয়ে কখনও তিন নম্বরে নেমেছেন, তো কখনও ওপেন করেছেন প্রাক্তন অল-রাউন্ডার।

প্রথমবার তিন নম্বরে পাঠান

প্রথমবার তিন নম্বরে পাঠান

২০০৫ সালে ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। নাগপুরে দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হয়েছিল। ইরফান পাঠানের দাবিমতো ওই ম্যাচে তিনি সচিন তেন্ডুলকরের পরামর্শেই তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ৭০ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংস খেলে মাস্টার ব্লাস্টারের ভাবনাকেই সঠিক বলে প্রমাণ করেছিলেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার।

ইরফান পাঠানের ব্যাটিং কেরিয়ার

ইরফান পাঠানের ব্যাটিং কেরিয়ার

ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ান ডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ইরফান পাঠান তিন ফর্ম্যাটে যথাক্রমে ১১০৫, ১৫৪৪ ও ১৭২ রান করেছেন। টেস্ট একটি শতরানও রয়েছে প্রাক্তন অল রাউন্ডারের। তাঁর সর্বোচ্চ স্কোর ১০২।

ইরফান পাঠানের বোলিং কেরিয়ার

ইরফান পাঠানের বোলিং কেরিয়ার

দেশের হয়ে হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ান ডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ইরফান পাঠান তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০০, ১৭৩ ও ২৮টি উইকেট নিয়েছেন। টেস্ট ও ওয়ান ডে-এর এক ইনিংসে যথাক্রম সাত ও দুই বার পাঁচ উইকেট নিয়েছেন ইরফান। ২০১২ সালে ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন এই প্রাক্তন অল-রাউন্ডার।

করোনা সংকটের মাঝে বড় দুর্ঘটনা! মর্মাহত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককরোনা সংকটের মাঝে বড় দুর্ঘটনা! মর্মাহত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক

English summary
Sachin Tendulkar advised Irfan Pathan to open for Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X