For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দর্শকদের মন ভেঙে ১০ রানে আউট সচিন

Google Oneindia Bengali News

দর্শকদের মন ভেঙে ১০ রানে আউট সচিন, চাপে ভারত
কলকাতা, ৭ নভেম্বর : 'হাউজ দ্যট' ! আবেদন জানাচ্ছে গোটা ওয়েস্ট ইন্ডিজ দল। কয়েক মুহূর্ত কী একটা ভেবে আঙুল তুললেন আম্পায়ার। স্তব্ধতা গোটা ইডেনে ছড়িয়ে পড়েছে। ব্যাট ক্রিজ থেক তুলে মাঠ ছাড়েছেন পাঁচ ফুট চার ইঞ্চির অসামান্য মানুষটা। সচিন তেন্ডুলকর।

১৯৯ তম ম্যাচে নিশ্চই কোনও ভেল্কি দেখাবেন ক্রিকেট ঈশ্বর। এই আশাতেই বুক বেধে তখন গোটা ভারত। কিন্তু শেষ রক্ষা হল না। হাজারো সচিনপ্রেমীর মন ভেঙে দিলেন শেন সিলিংফোর্ড। মাত্র ১০ রানেই প্রথম ইনিংস সাঙ্গ হলক্রিকেটের জাদুগরের। সিলিংফোর্ডের বলে এলবিডব্লু হয়ে মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেলেন।

ম্যাচের দ্বিতীয় দিনে মুরলী বিজয় স্টাম্পড হতেই করধ্বনিতে ফেটে পড়ছিল ইডেন গার্ডেন। কারণ ততক্ষণে পরিস্কার হয়ে গিয়েছে এবার ব্যাট হাতে ক্রিজে নামবেন সচিন তেন্ডুলকর। তাঁর ব্যাটের জাদু দেখতেই তো এত উন্মাদনা। শুরুটাও ছিল বেশ ভাল। সিলিংফোর্ডের দুটো বল মিড-উইকেট দিয়ে বাউন্ডারি সীমানায় পাঠালেন অবলীলায়। ২৪ তম বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মাঠ ছাড়তে হল সচিনকে।

সকাল থেকেই ভাল ফর্মে বল করে যাচ্ছিলেন সিলিংফোর্ড। মোট ১৭ ওভারে ৫৩ রান দিয়ে শিখর ধাওয়ান, মুরলী বিজয়, বিরাট কোলহি ও এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সচিন তেন্ডুলকরের উইকেটটা তুলে নিলেন একাই। যা পরিস্থিতি তাতে ওয়েস্ট ইন্ডিজের ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে বেশ চাপে ভারত। কিন্তু অভিষেক ম্যাচে রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি ভারতকে আবার ম্যাচে ফিরিয়ে এনেছে।

English summary
Sachin falls for 10, Eden stunned into silence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X