For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির চেন্নাইকে ঘৃণা করতেন, জোর করেই তাই ম্যাচ খেলতে চেয়েছিলেন, আপটনের অভিযোগ ওড়ালেন শ্রীসন্থ

দু'বারের বিশ্বকাপার। দেশের হয়ে পঞ্চাশ ওভার (২০১১) থেকে টি-টোয়েন্টি(২০০৭), দুই বিশ্বকাপ জিতেছেন। সেই শ্রীসন্থ আবার আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বিসিসাই থেকে নির্বাসিত।

  • |
Google Oneindia Bengali News

দু'বারের বিশ্বকাপার। দেশের হয়ে পঞ্চাশ ওভার (২০১১) থেকে টি-টোয়েন্টি(২০০৭), দুই বিশ্বকাপ জিতেছেন। সেই শ্রীসন্থ আবার আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বিসিসিআই থেকে নির্বাসিত। শাস্তির ছয় বছর পর নির্বাসন উঠলেও বয়সের কারণে শ্রীসন্থের জাতীয় ক্রিকেটে ফেরা কার্যত অসম্ভব। ক্রিকেট থেকে যোজন দূরে থাকলেও বিতর্ক যেন শান্তাকুমারন শ্রীসন্থকে পিছু ছাড়ে না।

এবার প্যাডি আপটনের অভিযোগ ওড়ালেন শ্রী

এবার প্যাডি আপটনের অভিযোগ ওড়ালেন শ্রী

এক সাক্ষাৎকারে শ্রীসন্থ বলেছেন, 'প্যাডি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, একেবারেই ভুল। নেতা ধোনির চেন্নাই দল আইপিএলে দারুণ সফল। আমার সঙ্গে চেন্নাইয়ে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আমিও দারুণ সফল। ধোনির দলকে আমি তাই ঘৃণা করতাম। সেকারণেই রাজস্থান কোচ প্যাডির কাছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা খেলার জন্য জোর করেছিলাম। ওকে কোনও গালিগালাজ করিনি।'

প্যাডির অভিযোগ

প্যাডির অভিযোগ

প্রসঙ্গত নিজের আত্মজীবনীতে রাজস্থান রয়্যালসের একসময়ের কোচ প্যাডি আপটন লিখেছেন,'ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোর আগে সিএসকে ম্যাচে সুযোগ চেয়ে গালিগালাজ করেছিলেন শ্রীসন্থ। ' পাল্টা শ্রীসন্থ এবার প্যাডিকে নিয়ে বলেছেন, 'আপনার সন্তানদের মাথায় হাত দিয়ে বলুন আমি আপনাকে গালিগালাজ করেছি।'

ফিক্সিং অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীসন্থ

ফিক্সিং অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীসন্থ

২০১৩ সালে স্পট ফিক্সিং কাণ্ডের পর ৬ বছর পার করে শ্রীসন্থ পরিবারের দিব্যি দিয়ে বলেছেন, 'আমি স্পট ফিক্সিং করিনি। ১০০ কোটি অফারেও ক্রিকেটের সঙ্গে বেইমানির কথা ভাবতে পারি না। যারা প্রকৃত দোষী তারা হাসি মুখে ক্রিকেট খেলে বেড়াচ্ছে।'

English summary
S Sreesanth swears on his kids, denies fixing charges, shares hatred towards CSK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X