For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকের ভারত ধাক্কা খেল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে নেই ঋতুরাজ

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে কাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নামছে ভারত। কব্জির চোটের কারণে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্য়াচের টি ২০ সিরিজ শুরু কাল। রাঁচিতে হবে প্রথম ম্যাচ। চলতি বছর শ্রীলঙ্কাকে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত টি ২০ সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। যদিও টি ২০ সিরিজের আগে ধাক্কা খেল মেন ইন ব্লু।

ছিটকে গেলেন ঋতুরাজ

ছিটকে গেলেন ঋতুরাজ

কব্জির চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে গিয়েছেন তিনি। সেখানেই তাঁর চোট কতটা গুরুতর তা বুঝে নিয়ে রিহ্যাব চলবে। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, রঞ্জিতে মহারাষ্ট্র বনাম হায়দরাবাদ ম্যাচের পরই বিসিসিআইকে তাঁর চোট সম্পর্কে জানান ঋতুরাজ। তিনি ছিটকে যাওয়ায় পৃত্বী শ প্রথম একাদশে চলে আসবেন বলে মনে করা হচ্ছে।

কব্জির চোট

কব্জির চোট

বিরাট কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মারা না থাকায় ঋতুরাজকে রাখা হয়েছিল কিউয়িদের বিরুদ্ধে টি ২০ সিরিজে। কিন্তু তিনি বোর্ডকে জানিয়েছেন কব্জিতে যন্ত্রণা অনুভব করছেন। ২৫ বছরের ঋতুরাজ ঘনঘন যেভাবে চোট সমস্যায় ভুগছেন তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে বিসিসিআইয়ের অন্দরে। এর আগেও ভারতীয় দলে সুযোগ পাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন ঋতুরাজ। উল্লেখ্য, গত বছর অক্টোবরে তিনি লখনউয়ে একমাত্র একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ২০২১ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় আইপিএলে দুরন্ত পারফরম্যান্স উপহার দেওয়ার সৌজন্যে। গত বছরের জুনে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন।

চোটপ্রবণতা উদ্বেগের

চোটপ্রবণতা উদ্বেগের

চলতি বছর শ্রীলঙ্কা সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি ঋতুরাজ। ৯টি টি ২০ আন্তর্জাতিকে ইনিংসে তিনি ১৩৫ রান করেছেন। একটি অর্ধশতরান রয়েছে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার যে প্রতিযোগিতা তাতে ঋতুরাজের চোটপ্রবণতা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

চোটের তালিকা দীর্ঘতর

চোটের তালিকা দীর্ঘতর

তবে শুধু ঋতুরাজই নন, ভারতের একাধিক ক্রিকেটারকে ভোগাচ্ছে চোট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণে ছিটকে যান। তাঁরও রিহ্যাব চলছে এনসিএতে। শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও নামতে পারবেন কিনা সংশয় রয়েছে। জসপ্রীত বুমরাহ অজিদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অনিশ্চিত। রবীন্দ্র জাদেজা অবশ্য হাঁটুর অস্ত্রোপচারের পর রঞ্জিতে খেলতে নেমে তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস ৭ উইকেট পেয়েছেন। তাঁর ফিটনেস নিয়ে আর কোনও সংশয় নেই বলেই খবর।

English summary
Ruturaj Gaikwad Has Been Ruled Out Of The India vs New Zealand T20I Series Due To Wrist Injury. The First Match Of The Series Will Be Held In Ranchi Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X