For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আতঙ্কে বিরাট কোহলিদের প্রস্তুতি শিবির স্থগিত, কী জানাল আরসিবি

করোনার আতঙ্কে বিরাট কোহলিদের প্রস্তুতি শিবির স্থগিত, কী জানাল আরসিবি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কের আঁচ গিয়ে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ড্রেসিং রুমে। মারণ ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বিরাট কোহলিদের প্রস্তুতি শিবির স্থগিত করে দিলেন মাইক হেসনরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইপিএলের অনুশীলন শুরু হবে না বলেও জানিয়ে দিয়েছে আরসিবি।

কবে শুরু হওয়ার কথা ছিল

কবে শুরু হওয়ার কথা ছিল

করোনা ভাইরাসের প্রভাবে পিছিয়ে না গেলে ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। সে অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আট দিন আগে বা ২১ মার্চ থেকে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা ছিল। তাতে অংশ নেওয়ার কথা ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও লেজেন্ড এবি ডি ভিলিয়ার্সেরও।

কর্নাটকে মৃত্যু

কর্নাটকে মৃত্যু

ভারতে করোনা ভাইরাসের জেরে আক্রান্ত হয়েছেন প্রায় ১২০ জন। তাঁদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর মধ্যে একটি ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। গোটা কর্নাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ জন।

অনড় কর্নাটক সরকার

অনড় কর্নাটক সরকার

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার। এমনকী টুর্নামেন্ট বন্ধের জন্য কেন্দ্রকে চিঠিও লিখেছে বিএস ইয়েদুরাপ্পা সরকার।

আরসিবি-র সিদ্ধান্ত

প্রতিকূল পরিস্থিতিতে এম চিন্নাস্বামী স্টে়ডিয়ামে আইপিএলের প্রস্তুতি শিবির আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যেও সুস্থ থাকতে প্রত্যেককে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে চলার বার্তাও দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ।

English summary
Royal Challengers Bangalore postpone training for IPL amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X