For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশাখাপত্তনমে বিরাটকে টপকে যাওয়ার মুখে রোহিত, রেকর্ডের মুখে ভারত অধিনায়কও

বিশাখাপত্তনমে বিরাটকে টপকে যাওয়ার মুখে রোহিত, রেকর্ডের মুখে ভারত অধিনায়কও

  • |
Google Oneindia Bengali News

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। আবার এই ম্য়াচ তথা সিরিজেই চলতি বছরে ওয়ান ডে রানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাবেন দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা না হলে নতুন বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাবেন বিরাটও।

রোহিতের ওয়ান ডে রান

রোহিতের ওয়ান ডে রান

২০১৯ সালে ভারতের হয়ে ২৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৫৩-র ওপর গড়ে ১২৬৮ রান করেছেন হিটম্যান। তার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সও অন্তর্ভূক্ত রয়েছে।

বিরাটের ওয়ান ডে রান

বিরাটের ওয়ান ডে রান

চলতি বছর টিম ইন্ডিয়ার জার্সিতে ২৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। ৬৪-র ওপর গড়ে ১২৯২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই রান এখনও পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ।

বিরাটকে টপকাবেন রোহিত!

বিরাটকে টপকাবেন রোহিত!

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলির থেকে মাত্র ২৪ রান দূরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে বিরাট কোহলি ব্যর্থ হলে এবং তিনি নিজে দারুণ ব্যাট করলে রোহিত শর্মার সামনে বছর শেষে তালিকার শীর্ষ স্থান দখল করার সুযোগ থাকবে।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

চলতি বছর সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। চলতি মরশুমে ২৬টি ওয়ান ডে খেলে তাঁর সংগ্রহে রয়েছে ১২২৫ রান। ২৩টি ওয়ান ডে ম্যাচে ১১৪১ রান করা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।

নজিরের মুখে বিরাট

নজিরের মুখে বিরাট

২০১১ সালে এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭ (১৪৬০ রান) ও ২০১৮ (১২০২ রান) সালেও অর্থাৎ পরপর দুই বছর একই নজির গড়েছিলেন ভিকে। চলতি বছরও ওয়ান ডে রান সংগ্রহের নিরিখে শীর্ষ স্থান দখল করলে হ্যাটট্রিক করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। একই সঙ্গে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে চার বার এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক হবেন বিরাট।

কাদের টপকে যাবেন বিরাট

কাদের টপকে যাবেন বিরাট

এই নজিরের মাধ্যমে বিরাট কোহলি টপকে যেতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৭, ১৯৯৯, ২০০০ সালে সর্বাধিক ওয়ান ডে রান), শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা (২০০৬, ২০১২, ২০১৪) ও ডেসমন্ড হেইনসকে (১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯)।

English summary
Rohit will get another chance to surpass Virat, record is waiting for Indian captain too
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X