For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় টি-২০তে টসে জিতে প্রথম ব্যাট নিল ভারত, জাদেজার জায়গায় খেলছেন হুডা

Array

Google Oneindia Bengali News

তৃতীয় টি-২০ ম্যাচে রোহিত শর্মা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকের দেরীতে শুরুর কথা ঘোষণা করে। দ্বিতীয় ম্যাচটি দেরিতে শেষ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃতীয় টি-টোয়েন্টিটি স্থানীয় সময় সকাল সারে ১০টায় ( ভারতীয় সময় রাত ৮টা) শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন এটি দেড় ঘণ্টা পিছিয়ে স্থানীয় সময় সকাল ১২টায় (ভারতীয় সময় রাত ৯.৩০) শুরু করা হয়েছে।

তৃতীয় টি-২০তে টসে জিতে প্রথম ব্যাট নিল ভারত, জাদেজার জায়গায় খেলছেন হুডা

ভারত প্রথম টি-টোয়েন্টি সহজেই জিতেছিল কিন্তু দ্বিতীয়টিতে ওবেদ ম্যাককয় ভারতের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। বোলাররা যখন ১৩৯ রানের লক্ষ্য ডিফেন্ড করার চেষ্টা করেছিল। ম্যাচ শেষ ওভারে নিয়ে গিয়েছিল। তবে ভারত শেষ পর্যন্ত পাঁচ উইকেটের হেরে যায় এবং পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ রয়েছে। এই ম্যাচে জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে, হুডা আছেন।

রোহিত টস জিতে বলেন, দল হিসেবে আমরা এটাই করতে চেয়েছিলাম। আমরা পাওয়ারপ্লেকে পুঁজি করতে চাই, ছোট মাঠ, ছয় মারার আদর্শ মাঠ, কিন্তু এখানে গড় স্কোর বেশি হয় না। তাই আমাদের এটিও মাথায় রাখতে হবে। ছেলেদের নিজেদের পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছ। দল হিসেবে আমরা খেলার সব দিক দিয়ে উন্নতি করতে চাই, তবে গত কয়েকটি সিরিজে বাঁহাতি সিমাররা আমাদের বিপক্ষে ভালো করেছে। আমি এটি একটি উদ্বেগ হিসাবে দেখছি না. এটা এমন নয় যে ছেলেরা লড়াই করছে না। এটা ঘটে যখন আপনি দ্রুত স্কোর করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের বুঝতে হবে যখন আমরা নির্দিষ্ট কিছু বোলারের বিরুদ্ধে খেলি, আমরা কেবল সেখান বেরিয়ে আসতে চাই এবং নিজেদেরকে
খুলে খেলতে চাই, এটাই আমরা চালিয়ে যেতে চাই।

ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (ডাব্লু), হার্দিক পান্ড্য, দীপক হুডা, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আরশদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের দল : ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান (সি), শিমরন হেটমায়ার, ডেভন থমাস (ডব্লিউ), রোভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, আকিয়াল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

CWG 2022 : সোনা জয় টেবিল টেনিসে , ভারোত্তলনে রূপো পেলেন বিকাশ ঠাকুর CWG 2022 : সোনা জয় টেবিল টেনিসে , ভারোত্তলনে রূপো পেলেন বিকাশ ঠাকুর

English summary
rohit sharma wins the toss and selected to bowl first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X