For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতই ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক! পূজারা-রাহানে-ঋদ্ধিকে ছেঁটে টেস্ট দলে সুযোগ কাদের?

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মাকে প্রত্যাশিতভাবেই টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করলেন জাতীয় নির্বাচকরা। সেই সঙ্গে স্প্লিট ক্যাপ্টেন্সির তত্ত্বও আপাতত হিমঘরে পাঠিয়ে দিলেন তাঁরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। খেলবেন বিরাট কোহলি। তবে ছেঁটে ফেলা হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহাকে।

ঋদ্ধি বাদ

ঋদ্ধি বাদ

ঋদ্ধিমান সাহা যতই কামব্যাকের বিষয়ে প্রত্যয়ী হোন না কেন, তাঁর পক্ষে টেস্ট দলে ফেরা সত্যিই কঠিন হয়ে দাঁড়াল। ৩৭ বছরের ঋদ্ধি রঞ্জিও খেলছেন না। ফলে তাঁর পক্ষে ইংল্যান্ডে একমাত্র টেস্টের দলে থাকার সম্ভাবনাও নেই। ঋষভ পন্থের পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে কেএস ভরতকে। ফিটনেস বা উইকেটকিপিংয়ের মান নিয়ে ঋদ্ধির ধারেকাছে কেউ না থাকলেও তাঁকে যে আর নির্বাচকরা তাঁদের পরিকল্পনায় রাখছেন না তা স্পষ্ট। ফলে মনে করা হচ্ছে, মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শেষ টেস্টটি খেলে ফেলেছেন সুপারম্যান।

পূজারা-রাহানের দরজা খোলা

পূজারা-রাহানের দরজা খোলা

তবে জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে যে পূজারা ও রাহানেকে রাখা হবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে রঞ্জিতে রান করতে হবে। রাহানে পূজারাদের সৌরাষ্ট্রের বিরুদ্ধেই শতরান হাঁকিয়েছেন। ২৯০ বলে তিনি ১৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯০ বলে ১২৯ রান করেন। পূজারা আজ আউট হয়েছেন শূন্য রানে, মাত্র চার বল ক্রিজে ছিলেন। মুম্বই ৭ উইকেটে ৫৪৪ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর সৌরাষ্ট্র গুটিয়ে গিয়েছে ২২০ রানে। ফলে পূজারার কাজও কঠিন হয়ে যাচ্ছে। চেতন শর্মা অবশ্য বলেন, আমরা পূজারা ও রাহানের সঙ্গে কথা বলেছি। তাঁদের সামনে দলে ফেরার দরজা বন্ধ হয়নি। শ্রীলঙ্কা সিরিজে নতুনদের দেখে নিতে চাইছি।

কেমন দল?

কেমন দল?

ভারতীয় টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছে ইশান্ত শর্মাকেও। ইশান্তও রঞ্জি খেলছেন না দিল্লির হয়ে। ফলে ঋদ্ধি ও ইশান্তের দলে ফেরার সম্ভাবনা কার্যত শেষ। টেস্ট দলে কামব্যাক করেছেন রবীন্দ্র জাদেজা। ফিট হলে শ্রীলঙ্কা সিরিজে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদবের কামব্যাকের পাশাপাশি স্পিন শক্তিকে জোরালো করতে দলে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনার সৌরভ কুমারকে। জসপ্রীত বুমরাহ সহ অধিনায়ক। লোকেশ রাহুল শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারছেন না। পেস আক্রমণে থাকছেন বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। দলে সুযোগ পেয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল।

বিরাটের শততম টেস্ট মোহালিতে

বিরাটের শততম টেস্ট মোহালিতে

বিরাট কোহলি ও ঋষভ পন্থ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবেন না। তবে মোহালি টেস্টে দুজনেই খেলবেন। ফলে সবকিছু ঠিকঠাক চললে বিরাট শততম টেস্ট খেলবেন মোহালিতেই। ভারতের টেস্ট দল- রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন (ফিট থাকলে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।

টি ২০ দল

টি ২০ দল

বিরাট ও পন্থ বিশ্রামে থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের ভারতীয় দলে কামব্যাক করেছেন সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা। ঘোষিত দল এরকম- রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), আবেশ খান।

English summary
Rohit Sharma Will Lead India In All The Three Formats. Pujara, Rahane And Wriddhi Ignored For The Test Series Against Sri Lanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X