For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপ! এটা আউট! নিঃশব্দে প্রতিবাদ রোহিতের

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কেমার রোচের বলে ১৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত শর্মা। তাঁর বিতর্কিত আউট নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে জোর আলোচনা চলেছে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কেমার রোচের বলে ১৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত শর্মা। তাঁর বিতর্কিত আউট নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে জোর আলোচনা চলেছে। রোচের ডেলিভারি সত্যিই কি রোহিতের ব্যাট ছুঁয়েছিল? টুইটে নিজেই সব ধোঁয়াশা দূর করলেন হিটম্যান

টুইটে রোহিত যা বোঝাতে চাইলেন

আউট হওয়ার একদিন পর টুইটে দুটি পৃথক স্ক্রিনশট পোস্ট করেছেন হিটম্যান। প্রথম ছবিতে বল, ব্যাট ও প্যাডের মাঝখান গলে উইকেটকিপারের দিকে এগিয়ে যাচ্ছে। আরেক ছবিতে আউট হওয়ার সেই মুহূর্তকেই অন্য অ্যাঙ্গেল থেকে তুলে ধরেছেন হিটম্যান। দুই ছবি পোস্ট করে মাথায় হাত দেওয়ার ইমোজি পোস্ট করে অবাক হওয়া বোঝালেন রোহিত।

ঠিক কী হয়েছিল

ঠিক কী হয়েছিল

অন ফিল্ড আম্পায়ার রোহিতকে আউট না দিলেও থার্ড আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। আউট নিয়ে বিতর্ক থাকলেও স্নিকোমিটারে স্পাইক ধরা পড়তেই থার্ড আম্পায়ার রোহিতকে দ্রুত আউট ঘোষণা করে দেন। স্নিকোমিটারের এই স্পাইক কী রোহিতের ব্যাটে লেগে হয়েছে, নাকি রোহিতের প্যাড ছুঁয়ে, সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। রোহিত দ্রুত আউট হলেও ধোনি(৫৬) , বিরাট কোহলি(৭২) ও হার্দিক পান্ডিয়ায় (৪৬রানে) ব্যাটে ভর করে ২৬৮ রান তোলে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে অল-আউট করে ১২৫ রানে ম্যাচ জিতে নেয় বিরাটরা।

রীতিকার প্রতিক্রিয়া-

রীতিকার প্রতিক্রিয়া-

ম্যাচে থার্ড আম্পায়ার রোহিতকে আউট দিলে গ্যালারিতে প্রতিক্রিয়া দিয়ে বসেন রীতিকা। আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়ে 'হোয়াট' বলে বসেন রোহিত পত্নী। বিতর্কিত আউট ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিকার এই প্রতিক্রিয়াই এখন ভাইরাল।

English summary
Rohit Sharma Tweet on his Controversial out by third Umpire in ind vs wi CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X