For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023: রোহিত শর্মা আইপিএল থেকে আয়ে পিছনে ফেললেন ধোনিকে, তিনে বিরাট

Google Oneindia Bengali News

আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু হতে তিন মাস দেরি রয়েছে। সম্প্রতি কোচিতে হয়ে গিয়েছে মিনি অকশন। ২০২৩ সালের আইপিএলের জন্য ঘর গুছিয়ে নিয়েছে সব দলই। আইপিএলের সফলতম দুই দলের কাছে চলতি বছরের আইপিএল মোটেই ভালো যায়নি। রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির কাছে এবার তাই দলকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ। এরই মধ্যে আইপিএল থেকে আয়ের নিরিখে রোহিতের চেয়ে পিছিয়ে পড়লেন মাহি।

রোহিত ও ধোনি- দুই সফল অধিনায়ক

রোহিত ও ধোনি- দুই সফল অধিনায়ক

রোহিত শর্মা আইপিএলের সফলতম দলের সফলতম অধিনায়ক। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। ধোনির চেন্নাই সুপার কিংস রয়েছে তার পরেই। সিএসকে আইপিএল খেতাব জিতেছে চারবার। মনে করা হচ্ছে, আগামী আইপিএলই হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। তাতে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করাতে পারলে ধোনি সফলতম আইপিএল অধিনায়ক হিসেবে রোহিতের কীর্তিতে ভাগ বসাতে পারবেন।

প্রথম থেকেই আইপিএলে

প্রথম থেকেই আইপিএলে

আইপিএলের পরবর্তী সংস্করণ শুরু হতে পারে ১ এপ্রিল থেকে। ইতিমধ্যেই রোহিত শর্মা টেক্কা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল আয়ের নিরিখে। প্রথম আইপিএল থেকে দুজনেই খেলছেন। রোহিত প্রথমে ছিলেন ডেকান চার্জার্সে। পরে মুম্বই ইন্ডিয়ান্সে আসেন। আবার ধোনি শুরু থেকেই চেন্নাই সুপার কিংসে। চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকাকালীন ধোনি খেলেছিলেন পুনের ফ্র্যাঞ্চাইজিতে।

হিটম্যান টপকালেন মাহিকে

হিটম্যান টপকালেন মাহিকে

মানিবলের রিপোর্টে উল্লেখ, আইপিএল থেকে আয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে এবার পেরিয়ে গিয়েছেন রোহিত শর্মা। আইপিএল মিনি অকশনের সঙ্গে দল গঠন চূড়ান্ত। ফলে আইপিএল থেকে রোহিত শর্মার মোট আয় গিয়ে দাঁড়াচ্ছে ১৭৮.৬ কোটি টাকায়। ২০২২ সালের আইপিএলের আগে ধোনিকে ১২ কোটি টাকায় রেখে দিয়েছিল সিএসকে। ফলে ষোড়শ আইপিএল পর্যন্ত ধোনির আয় গিয়ে দাঁড়াচ্ছে ১৭৬.৮৪ কোটি টাকায়।

এমএসডি-র সিদ্ধান্তেই রো-হিট

এমএসডি-র সিদ্ধান্তেই রো-হিট

রোহিতের থেকে পিছিয়ে পড়ার পিছনে রয়েছে ধোনিরই এক সিদ্ধান্ত। চেন্নাই সুপার কিংস ধোনিকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রাখতে চেয়েছিল। কিন্তু ধোনি জাদেজাকে এগিয়ে দিয়ে দ্বিতীয় পছন্দের ক্রিকেটার হিসেবে থাকার কথা জানান। ফলে তাঁর চুক্তির বার্ষিক পরিমাণ দাঁড়ায় ১২ কোটি টাকা। কিন্তু ধোনি সিএসকে-র প্রস্তাব মেনে নিলে এবারও রোহিত টপকাতে পারতেন না ধোনিকে। রোহিত ও ধোনির পরেই রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই বরাবর খেলছেন বিরাট কোহলি। তাঁর আইপিএল থেকে আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ১৭৩.২০ কোটি টাকা।

English summary
Rohit Sharma Surpassed MS Dhoni As The Player With The Highest IPL Earnings Ever. While Rohit's Total IPL Wages Come To A Sum Of Rs. 178.6 Crore, Dhoni's Total Earning Come To Rs. 176.84 Crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X