For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতোচিত শতরান করে কী বললেন হিটম্য়ান?


 বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে রোহিত শর্মার শতরান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে।

  • |
Google Oneindia Bengali News

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে রোহিত শর্মার শতরান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে। অনেক হিসেব-নিকেশের পর লাল বলের ক্রিকেটে ওপেনার হিসেবে হিটম্যানের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ফ্যান। প্রোটিয়াদের বিরুদ্ধে এমন ইনিংস খেলে রোহিত নিজে কী বললেন, তা একবার দেখে নিন।

রিও অলিম্পিক

রিও অলিম্পিক

রিও অলিম্পিকে ভারতীয়দের সাফল্য কামনা করে কানপুরে চলছে পুজো অর্চনা।

ওপেনই মানানসই

ওপেনই মানানসই

সীমিত ওভারের মতোই টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের ওপেনিং স্লট তাঁর জন্য মানানসই বলে জানালেন রোহিত শর্মা। বললেন, শুধু প্যাড পরতেই যা দেরি। ব্যাট করার জন্য বাইশ গজে নামতে তাঁর দেরি হয় না।

কাশ্মীরে দুর্ঘটনা

কাশ্মীরে দুর্ঘটনা

জম্মু ও কাশ্মীরে অর্ধকুয়ারি মন্দিরের সামনে ধসের জেরে ৩ পুণ্যার্থীর মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজেই ওপেন করবেন বলে জানান

নিজেই ওপেন করবেন বলে জানান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সুযোগ পাননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ভারতীয় দল থেকে ওপেনার কেএল রাহুলকে বাদ দেওয়া হয়। পরিবর্তে প্রত্যাশামতো বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেন করতে দেখা যায় রোহিত শর্মাকে। ম্য়াচের প্রথম ইনিংসে শতরান হাঁকানোর পর হিটম্য়ান বললেন যে তিনি নাকি নিজেই টিম ম্যানেজমেন্টের কাছে টেস্টে ওপেন করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

দমকল স্টেশনে আগুন

দমকল স্টেশনে আগুন

উত্তরপ্রদেশ : মোরাদাবাদের দমকল স্টেশনে ভয়াবহ আগুন লাগে মধ্যরাতে। যদিও কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ওপেন করার ব্যাপারই আলাদা

ওপেন করার ব্যাপারই আলাদা

রোহিত শর্মার মতে, লাল বলের ক্রিকেটে ইনিংস ওপেন করার জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয়। নতুন লাল বল ফেস করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারই তাঁর কাছে অন্যরকম বলে জানালেন হিটম্যান। বল পুরনো হয়ে গেলে ব্যাটসম্যানকে রিভার্স সুইং সামলাতে হয়। সেই চ্যালেঞ্জও বেশ কঠিন বলে মনে হয় রোহিতের। তাই মিডিল অর্ডারের থেকে তিনি ওপেনে ব্যাট করতে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন হিটম্যান।

কোকরাঝার

কোকরাঝার

অসমের জঙ্গি হামলার পর আজ থমথমে গোচা কোকরাঝার।

জখম ছাত্র

জখম ছাত্র

দুর্গাপুরের কাঁকসায় ক্লাসরুমে মাথায় ফ্যান খুলে পড়ে জখম ছাত্র ভর্তি হাসপাতালে।

কিশোরীর মৃত্যু

কিশোরীর মৃত্যু

হাতুড়ে চিকিৎসকের অস্ত্রপোচারে প্রাণ গেল কিশোরীর। ঘটনাটি ঘটেছে বাসন্তীতে। এই ঘনটা ঘিরে ধুন্ধুমার বাঁধে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘুষ না দেওয়ায় খুন

ঘুষ না দেওয়ায় খুন

উত্তরপ্রদেশে ঘুষের ১০০ টাকা না দেওয়ায় ২ শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশকে মারধর করে। খুনের মামলা রুজু হয়েছে।

ভারতের সাহায্যপ্রার্থী চিন

ভারতের সাহায্যপ্রার্থী চিন

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী ১২ আগস্ট ৩ দিনের ভারত সফরে আসছেন। সেপ্টেম্বরের শুরুতে আসন্ন G20 সম্মেলনে দক্ষিণ চিন সাগর নিয়ে তৈরি বিতর্কে ভারত যেন অন্য দেশের সঙ্গে একজোট হয়ে বিরোধিতা না করে তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়াং ই।

ডেঙ্গু আতঙ্ক

ডেঙ্গু আতঙ্ক

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। শ্রীরামপুরে ১৬ জনের শরীরে ডেঙ্গুর ভাইরাস মিলল।

English summary
Rohit Sharma speaks about his century in Visakhapatnam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X