For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতদের কাছে চূর্ণ নিউজিল্যান্ডের দর্প, নতুন বছরে সাদা বলে সিরিজ জয়ের হ্যাটট্রিক ভারতের

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের ১ নম্বর ওডিআই দল হিসেবে নিউজিল্যান্ড পা রেখেছিল ভারতে। পাকিস্তানে একদিনের সিরিজ জিতে। যদিও এবার আর সিরিজ শেষ ম্য়াচ অবধি বাঁচিয়ে রাখতে পারল না কিউয়িরা। চলতি বছরে সাদা বলে সিরিজ জয়ের হ্যাটট্রিক সারল ভারত। শ্রীলঙ্কাকে টি ২০ ও একদিনের সিরিজে হারানোর পর এবার এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই সিরিজ পকেটে পুরল ভারত।

নতুন বছরে সাদা বলে সিরিজ জয়ের হ্যাটট্রিক ভারতের

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১০৯ রান। ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লু। ওপেনিং জুটিতে ওঠে ৭২ রান। ১৪.২ ওভারে রোহিত শর্মা আউট হন সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫০ বলে ৫১ রান করে। তিনি হেনরি শিপলির বলে লেগ বিফোর হন। বিরাট কোহলিকে ফেরান মিচেল স্যান্টনার। কোহলি স্টাম্প আউট হন, করেন ৯ বলে ১১, তাঁর ইনিংসে রয়েছে ২টি চার। কোহলি ১৮.১ ওভারে সাজঘরে ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৯৮।

এরপর জয়ের লক্ষ্যে পৌঁছতে ভারতের লাগে আর ১২টি বল। শুভমান গিল ৫৩ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। ২টি চারের সাহায্যে ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষাণ। ১৭৯ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। বল হাতে রেখে জেতার নিরিখে কিউয়িদের বিরুদ্ধে এটিই একদিনের আন্তর্জাতিকে ভারতের সবথেকে বড় জয়। তিন ম্যাচের সিরিজে রোহিতরা ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ইন্দোরের ম্য়াচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছিল ভারত। এবার কিউয়িদেরও সেই একই ব্যবধানে হারাতে মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া। নিয়মরক্ষার শেষ ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারে ভারত। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে বসে থাকা কয়েকজন সুযোগ পেতে পারেন।

এদিন টস জিতে ভারত ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ডকে। ৩৪.৩ ওভারে ১০৮ রানে টম লাথামের দলকে থামিয়ে দেন ভারতীয় বোলাররা। গ্লেন ফিলিপস ৩৬, মিচেল স্যান্টনার ২৭ ও মাইকেল ব্রেসওয়েল ২২ রান করেন। মহম্মদ শামি তিনটি, হার্দিক পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। শুভমান গিল বলেন, উইকেটে বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ পেলাম। অপরাজিত থাকতে পেরে ভালো লাগছে। আমরা আশা করেছিলাম নিউজিল্যান্ডের ফাস্ট বোলরা ভালো চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। কিন্তু পাঁচ ওভারের পর থেকে ব্যাট করা সহজ হয়ে যায়।

English summary
India Beat New Zealand By 8 Wickets In Raipur ODI To Clinch Series. Rohit Sharma Slams Half Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X