For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকে করা উচিৎ টেস্ট অধিনায়ক, নিজের মতামত জানালেন গম্ভীর

কাকে করা উচিৎ টেস্ট অধিনায়ক, নিজের মতামত জানালেন গম্ভীর

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। এই প্রসঙ্গে একাধিক বিশেষজ্ঞ নিজেদের মতামত জানিয়েছেন।

কাকে করা উচিৎ টেস্ট অধিনায়ক, নিজের মতামত জানালেন গম্ভীর

টি-২০ এবং ওডিআই ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন লোকেশ রাহুল। অজিঙ্ক রাহানেকে সরিয়ে টেস্ট ক্রিকেটে সহ অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে রোহিত ছিটকে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহ অধিনায়ক ঘোষণা করা হয় রাহুলকে। জোহানেসবার্গে চোটের কারণে বিরাট কোহলি খেলতে না পারায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী লাল বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য বিরাটের সঙ্গেই দৌড়ে রয়েছেন লোকেশ রাহুল।

ভারতের বিশ্ব জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর মনে করেন, তিন ফরম্যাটেই নেতৃত্বের ভার দেওয়া উচিৎ রোহিত শর্মাকে, যেমন ভাবে তিন ফরম্যাটে অতীতে নেতৃত্ব দিতেন বিরাট কোহলি। একই সঙ্গে গম্ভীরের সংযোজন রাহুলকে সহ-অধিনায়ক পদে নিয়ে আসা উচিৎ।

টাইমস অব ইন্ডিয়ায় নিজের কলামে ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারতের নায়ক গম্ভীর লিখেছেন, "আমার মতে সব ফরম্যাটের ক্রিকেটেই ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া উচিৎ রোহিত শর্মাকে। তাঁর সহকারী নিযুক্ত করা হোল রাহুলকে। সব ধরনের ফরম্যাটে এক অধিনায়ক রাখলে খেলার স্টাইল এবং ধারাবাহিকতা বজায় থাকবে। এই বছরই আরও একটি টি-২০ বিশ্বকাপ রয়েছে।"

তাঁর আরও সংযোজন, "শেষ টেস্ট এবং প্রথম ওডিআই ম্যাচের মধ্যে খবরের সিংঘভাগটাই দখল করেছিল টেস্ট অধিনায়কের পদ থেকে বিরাটের পদত্যাগ। আমার মতে এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই ভাবেই বিষয়টাকে দেখা উচিৎ। টেস্ট ক্রিকেটে আমাদের বোলিং লাইনের শক্তি প্রতিপক্ষের হিংসা এবং আমাদের গর্বের কারণ। একাধিক বার এরা প্রমাণ করেছে এই বোলিং লাইনই দলের (সেরা) পারফরম্যান্সের প্রধান কারণ। নির্ধারিত ওভারের ক্রিকেটে আরও সেট মিডল অর্ডার দেখতে চাই, যেটা বিরাট তৈরি করতে পারেনি।"

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় টেস্টের পর মহেন্দ্র সিং ধোনি আকস্মিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণায় ভারতের টেস্ট নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় বিরাট কোহলির হাতে। কোহলির নেতৃত্বে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিটে জয়ী হয়েছে ভারত।

English summary
Former India opener Gautam Gambhir feels Rohit Sharma should lead India Team in Test Cricket. He feels one captain across formats will ensure consistency in style and approach of the Indian team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X