For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের প্রথম ওপেনার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নজির রোহিতের, পরিসংখ্যান বড় সুখকর

বিশ্বের প্রথম ওপেনার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নজির রোহিতের, পরিসংখ্যান বড় সুখকর

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে একদিকে যখন ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা থেকে অজিঙ্ক রাহানে, সেখানে আরও একবার নিজস্ব প্রতিভায় ভাস্বর হয়ে উঠেছেন রোহিত শর্মা। বড় রান না পেলেও তাঁর ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস মনে রাখার মতো। একই সঙ্গে বিশ্বের প্রথম ওপেনার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনবদ্য নজিরও গড়লেন হিটম্যান।

রোহিতের পারফরম্যান্স

রোহিতের পারফরম্যান্স

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। সাতটি চার আসে তাঁর ব্যাট থেকে। দলের প্রয়োজনে এই ম্যাচে নিজের খেলার ধরন পাল্টে ফেলেন হিটম্যান।

রোহিতের ১০০০

রোহিতের ১০০০

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এক হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। বিশ্বের প্রথম ওপেনার হিসেবে এই নজির গড়লেন হিটম্যান। ১১তম ম্যাচে এক হাজার পূর্ণ করে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হলেন রোহিত। একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে এক হাজার রান পূর্ণ করলেন মুম্বইকর।

ভারতীয়দের মধ্যে শীর্ষে কে

ভারতীয়দের মধ্যে শীর্ষে কে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়র অজিঙ্ক রাহানে। ১০৯৫ রান রয়েছে মুম্বইকরের ঝুলিতে। অথচ তালিকার কোথাও নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম।

বিশ্ব তালিকার শীর্ষ স্থানে হিটম্যান

বিশ্ব তালিকার শীর্ষ স্থানে হিটম্যান

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন রোহিত শর্মা। তালিকার শীর্ষ স্থানে থাকা অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৬৭৫ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা জো রুট ২০টি টেস্ট ম্যাচ খেলে ১৬৩০ রান করেছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩৪১ ও ১৩৩২ করা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের বেন স্টোকস। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা।

English summary
Rohit Sharma scores thousands runs in Test Championship as first ever opener
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X