For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৯০-৯৫ শতাংশ দল তৈরি, তবুও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি'

'৯০-৯৫ শতাংশ দল তৈরি, তবুও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি'

Google Oneindia Bengali News

এশিয়া কাপের বাহির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান পরাজিত হলেই ভারতীয় দল ছিটকে যাবে এশিয়া কাপ ২০২২ থেকে। টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের পারফরম্যান্স সমর্থকদের কপালে ভাঁজ ফেললেও ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন টিম কম্বিনেশন কম-বেশি তৈরিই রয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে। তবে, এখনও বেশ কিছু উত্তরের খোঁজে রয়েছেন তাঁরা।

৯০-৯৫ শতাংশ তৈরি রয়েছে দল:

৯০-৯৫ শতাংশ তৈরি রয়েছে দল:

বোলিং বিভাগের ব্যর্থতার কারণে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে ১৮১ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে দল। তবুও রোহিত জানিয়ে দিয়েছেন ৯০-৯৫ শতাংশ দল সেটেল রয়েছে। তিনি বলেছেন, "৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশ দল তৈরি রয়েছে। শুধু কয়েকটা পরিবর্তন হবে।" রোহিত জানিয়েছেন তিনি এশিয়া কাপে পরীক্ষানিরীক্ষা করতে চয়েছিলেন। তাঁর কথায়, "আমি কিছু বিষয় পরীক্ষানিরীক্ষা করতে চেয়েছিলাম। আপনি যদি টিম কম্বিনেশনের দিকে নজর দেন তা হলে দেখবেন আমরা এশিয়া কাপের আগে চার জন পেসার এবং দু'জন স্পিনার খেলাচ্ছিলাম এবং দ্বিতীয় স্পিনার অলরাউন্ডার থাকত। আমি সব সময়ে চেষ্টা করতাম খুঁজে বের করতে যে আমরা যদি তিন জন সিমার খেলাই এবং দু'জন স্পিনার খেলাই, এবং তৃতীয় স্পিনার যদি অলরাউন্ডার হয় তা হলে কী হবে। আমরা এখনও উত্তরের খোঁজ করছি।"

এই হারগুলো অনেক কিছু শেখাচ্ছে:

এই হারগুলো অনেক কিছু শেখাচ্ছে:

রোহিত শর্মা জানিয়েছেন এই হারগুলি থেকে অনেক কিছু শিখতে পারছেন। তিনি বলেছেন, "আমি বিশ্বকাপের জন্য তৈরি হতে চাই যেখানে দলগত ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশ্বকাপে যাওয়ার সময়ে আপনি চাইবেন সবকিছুর উত্তর আপনার কাছে যাতে থাকে। হার্দিক পান্ডিয়া ফিরে আসার পর আমরা তিন সিমারে খেলছি। এটা জানা ভাল যখন আপনি তিন সিমার এবং দুই স্পিনার খেলাবেন তখন কী হতে পারে। এই হারগুলো আমাদের অনেক কিছু শেখাচ্ছে।"

অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি:

অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি:

রোহিত শর্মা যখন জানিয়েছে ৯০-৯৫ শতাংশ দল তৈরি রয়েছে সেখানে নিজেই নিজের মন্তব্যের বিরোধীতা করেছে এটা বলে যে এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি। তিনি বলেছেন, "এখনও অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমাদের খুঁজে বের করতে হবে, এবং যে তিন-চারটি সিরিজ আমরা খেলেছি এই উত্তরের খোঁজে তাতে কিছ উত্তর খুঁজে পেয়েছি। একটা সময় আসবে যেখানে আমরা একটা লাইন টেনে আমরা বলতে পারব যে 'এটাই সেই কম্বিনেশন যেটায় আমরা বিশ্বকাপে খেলতে চাই।' এর পর আরও দু'টো সিরিজ রয়েছে এবং তার পর রয়েছে বিশ্বকাপ। যতদিন না আমাদের দল ঘোষণা হচ্ছে তত দিনে আরও কিছু ক্রিকেটারকে আমরা খেলিয়ে দেখে নিতে চাই।"

হুডাকে বোলিং না দেওয়ার কারণ:

হুডাকে বোলিং না দেওয়ার কারণ:

দীপক হুডাকে বোলিং কেন তিনি দেননি সেই কারণও এ দিন ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, "আমাদের কাছে ষষ্ঠ বোলিং অপশন ছিল কিন্তু আমরা চেয়েছিলাম পাঁচটা অপশন ব্যবহার করতে এবং দেখতে কী হয় না হয়। হুডা ছিল ঠিকই কিন্তু দু'জন ডান হাতি ব্যাটসম্যানই সেট ছিল। আমি ভাবিনি ওই সময়ে ওকে বোলিংয়ে নিয়ে আসতে কারণ আমরা উইকেটের খোঁজে ছিলাম আমাদের দুই অ্যাটাকিং স্পিনার অশ্বিন এবং চাহালের থেকে। আমরা যদি শুরুর দিতে উইকেট পেয়ে যেতাম তা হলে আমি হুডাকে বোলিং করাতাম। হুডা আমার পরিকল্পনায় ছিল। কিন্তু, হ্যাঁ ষষ্ঠ অপশন থাকাটা সব সময়েই ভাল। আমরা যখন বিশ্বকাপ খেলব তখন মাথার মধ্যে থাকবে ষষ্ঠ অপশনকেও যাতে রাখা যায়।"

দ্বিতীয় ভারতীয় হিসেবে নারীদের জুনিয়র ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অনুপমা উপাধ্যায়দ্বিতীয় ভারতীয় হিসেবে নারীদের জুনিয়র ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অনুপমা উপাধ্যায়

English summary
Rohit Sharma said the team is 90-95 percent settled but he still need to find some answers before IC T20I World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X