For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষায় সিডনি! অস্ট্রেলিয়া সহ বিদেশের মাঠে টেস্টে কতটা সফল রোহিত?

অপেক্ষায় সিডনি! অস্ট্রেলিয়া সহ বিদেশের মাঠে টেস্টে কতটা সফল রোহিত?

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলড ওভালে হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় হার হজম করতে হয়েছে ভারতীয় ক্রিকেট দল। যদিও মেলবোর্নে ঘুরে দাঁড়িয়েছে অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় এই টেস্টে নেই বিরাট কোহলি। চোটের কারণে খেলছেন না রোহিত শর্মাও। যদিও সিডনিতে অনুষ্ঠিত হতে চলা দুই দলের তৃতীয় টেস্টে থেলার কথা হিটম্যানের। তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়া সহ বিদেশের মাটিতে রোহিতের টেস্ট পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক।

বিদেশ রোহিতের পারফরম্যান্স

বিদেশ রোহিতের পারফরম্যান্স

এখনও পর্যন্ত বিদেশের মাটিতে ৩৩টি টেস্ট ইনিংসে ব্যাট করেছেন রোহিত শর্মা। ৮১৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর রানের গড় ২৬.৩২। স্ট্রাইক রেট ৪৭.৯৭। সর্বোচ্চ স্কোর ৭৯। যা খুব একটা আহামরি নয় বলা চলে।

অস্ট্রেলিয়ায় রোহিতের পারফরম্যান্স

অস্ট্রেলিয়ায় রোহিতের পারফরম্যান্স

খোদ অস্ট্রেলিয়াতেও টেস্টে রোহিত শর্মার পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। অজিভূমে এখনও পর্যন্ত পাঁচটি টেস্টে খেলেছেন হিটম্যান। ২৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। রোহিতের ব্যাটিং গড় ৩১। সিডনিতে এখনও পর্যন্ত একটি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। দুই ইনিংস মিলিয়ে তিনি ৯২ রান করেছেন।

রোহিতের টেস্ট কেরিয়ার

রোহিতের টেস্ট কেরিয়ার

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৪৬.৫৪-এর গড়ে ২১৪১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ৬টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে রোহিতের। সর্বোচ্চ স্কোর ২১২।

রোহিতের চোট

রোহিতের চোট

আইপিএল খেলতে গিয়ে পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশীতে চোট পান রোহিত শর্মা। চার ম্যাচ তিনি মাঠের বাইরে বসে থাকেন। ফিরে এসে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করেন হিটম্যান। তবু তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে হয়। ক্লিনিক্যালি ফিট প্রমাণ হওয়ার পরেই রোহিতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। ম্যাচ ফিট থাকলে হিটম্যানকে তৃতীয় টেস্টে খেলার সুযোগ দেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে খবর। ম্যাচ শুরুর এক সপ্তাহ আগে অনুশীলনে নামছেন রোহিত শর্মা।

মেলবোর্নে টেস্টে এই সিদ্ধান্ত নিয়ে অখুশি সচিন, চাইলেন আইসিসির হস্তক্ষেপমেলবোর্নে টেস্টে এই সিদ্ধান্ত নিয়ে অখুশি সচিন, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

English summary
Rohit Sharma's test record in overseas including Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X