For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভের দ্রুত সুস্থতা কামনা করল রোহিতের ছোট্ট মেয়ে, কী বলল সে দেখুন

ঋষভের দ্রুত সুস্থতা কামনা করলেন রোহিতের ছোট্ট মেয়ে, কী বলল সে দেখুন

Google Oneindia Bengali News

মরাত্মক গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে দেরাদুন হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। শরীর বিভিন্ন জায়গায় গুরুতর চোট পেয়েছেন ঋষভ। বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চলতে তাঁর শুশ্রূষা। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ঋষভ, তাঁর অসাবধানতায় গাড়ি সরাসরি ধাক্কা মারে ডিভাইডারে এবং এবং আগুন ধরে যায় তাতে। উইন্ড গ্লাস ভেঙে গাড়ি থেকে বের হন ঋষভ পন্থ।

 ঋষভের দ্রুত সুস্থতা কামনা করলেন রোহিতের ছোট্ট মেয়ে, কী বলল সে দেখুন

ভারতীয় দলের এই উইকেটরক্ষকের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর সতীর্থরা। শুধু ভারতীয় দলের ক্রিকেটারররাই নন, ঋষভের সুস্বাস্থ্য কামনা করেছেন পাকিস্তান সহ অন্যান্য দেশের ক্রিকেটাররা। এ বার ঋষভের দ্রুত সুস্থতা কামনা করলেন রোহিত শর্মার ছোট্ট মেয়ে সামিরা। ঋষভের দ্রুত সুস্থতা কামনা করে তার বার্তা, "চাচু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও।"

দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুততার সঙ্গে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হয় সাকশাম হাসাপাতেলর এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। সেখানে জানা যায় কোনও কিছু ভেঙে না গেলেও তাঁর হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, যেটার জন্য প্রয়োজন চিকিৎসা। ৩ জানুয়ারি থেকে হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট বল সিরিজেই শুধু পন্থ দলে ছিলেন না, তাঁর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফেব্রুয়ারির বর্ডার- গাভসকর সিরিজের আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং পোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর আহত ঋষভ পন্থের ছবি এবং ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে থাকে সামাজিক মাধ্যমে। এই বিষয়টাকে একেবারেই ভাল ভাবে নেননি রোহিতের স্ত্রী ঋতিকা সাজদে। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "আপনাদের উপর লজ্জা হচ্ছে। এমন একজনের ছবি এবং ভিডিও আপনারা শেয়ার করছেন যে আহত। তাদেরও পরিবার এবং বন্ধুবান্ধব রয়েছে। এই ছবি দেখে তাঁদের মনে ভয়ের সঞ্চার হতে পারে।"

English summary
Rohit Sharma's daughter wishes speedy recovery for Rishabh Pant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X