For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মা আইপিএল শেষ হতেই নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত, বিসিসিআইকে জানালেন ইচ্ছার কথা

Google Oneindia Bengali News

জয় দিয়েই আইপিএল অভিযান শেষ করেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে রোহিত শর্মার ভক্তরা হতাশ মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় দলের অধিনায়কের ফর্মে। ৯ জুন থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ। আবার ১৫ জুন ইংল্যান্ড রওনা হবে ভারতের টেস্ট দল। দল ঘোষণার আগে বড় সিদ্ধান্তটি নিয়েই ফেললেন রোহিত।

রোহিতের খারাপ ফর্ম

রোহিতের খারাপ ফর্ম

গতকালের ম্যাচে রোহিত শর্মা একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ব্যাট-বলে সংযোগ করতে পারছিলেন না। খলিল আহমেদের বলে পরপর পরাস্ত হচ্ছিলেন। শেষে ১৩ বলে মাত্র ২ রান করে রোহিত আউট হন। আনরিখ নরকিয়ার বলে রোহিতের ক্যাচটি ধরেন শার্দুল ঠাকুর। ১৪টি ম্যাচে রোহিত শর্মা ২৬৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ৪৮। গড় ১৯.১৪, স্ট্রাইক রেট ১২০.১৭। একবার শূন্য রানেও আউট হয়েছেন। রোহিতের ব্যাট থেকে সারা আইপিএল মরশুমে এসেছে ২৮টি চার ও ১৩টি ছয়।

ক্যাপ্টেন্সির ভার?

ক্যাপ্টেন্সির ভার?

এই প্রথম আইপিএল মরশুমে তিনি কোনও অর্ধশতরান পাননি। আইপিএলে টানা ২২টি ইনিংসে তাঁর ব্যাটে হাফ সেঞ্চুরি নেই। এবার ১৪টি ইনিংসের মধ্যে পাঁচবার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি আইপিএলের সফলতম অধিনায়ক। টি ২০ আন্তর্জাতিকে রোহিতের ফর্ম তবুও ভালো, কিন্তু একদিনের আন্তর্জাতিক ও টেস্টে তাঁর সাম্প্রতিক ফর্ম উল্লেখযোগ্য নয় ভারতীয় দলের অধিনায়কত্বে আসার পর থেকে। যদিও বিসিসিআই কর্তা থেকে নির্বাচকরা এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না। তাঁরা চিন্তিতও নন।

বিশ্রামের অনুরোধ

বিশ্রামের অনুরোধ

সামনে ভারতের ঠাসা ক্রীড়াসূচি। সে কথা মাথায় রেখে রোহিত শর্মা বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছেন তাঁকে স্বল্পকালীন বিশ্রাম নেওয়ার অনুমতি দিতে। বোর্ডসূত্রে খবর, তেমনটাই হতে চলেছে। রোহিত তরতাজা থেকেই ইংল্যান্ড সফরে যাবেন বলে ঠিক হয়েছে। রোহিতের সঙ্গে টেস্ট দলের অনেক তারকাকেই বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। বিরাট কোহলিও তাঁদের মধ্যে অন্যতম। গতকাল মুম্বই ইন্ডিয়ান্স জেতায় বিরাট কোহলিরা হাতে চাঁদ পাওয়ার মতোই পেয়ে গিয়েছেন প্লে অফের টিকিট। ফলে ফাইনালে উঠলে বিরাটকে আরও দুটি ম্যাচ খেলতে হবে আরসিবির হয়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনিও বিশ্রাম নিতেই পারেন।

দল ঘোষণার অপেক্ষা

দল ঘোষণার অপেক্ষা

আজ জাতীয় নির্বাচকমণ্ডলীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে থাকার কথা রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের। ইংল্যান্ডে টেস্টের কথা ভেবে ঋষভ পন্থ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুলদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডে টি ২০-র জন্য একটি এবং ইংল্যান্ডে টেস্টের জন্য আরেকটি দল ঘোষণা করা হতে পারে। ইংল্যান্ড রওনা হওয়ার আগে অবধি কয়েকটি ম্যাচে রাহুল দ্রাবিড়ই কোচ থাকতে পারেন। বাকি ম্যাচগুলি ও আয়ারল্যান্ড সফরের জন্য কোচ করা হতে পারে লক্ষ্মণকে। আইপিএলে নজরকাড়া যাঁরা দলে থাকবেন তাঁদের সামনে থেকে দেখতে চাইছেন দ্রাবিড়, এমনটাই খবর বোর্ডসূত্রে।

English summary
Rohit Sharma Requests BCCI For Short Break, Will Not Take Part In South Africa Series. Selectors Are Not Concerned About Rohit's Current Form.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X