For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি! ইংল্যান্ডের বিরুদ্ধেই সচিন-ডি ভিলিয়ার্সদের টপকানোর সুযোগ

Google Oneindia Bengali News

ইংল্যান্ডকে টি ২০ সিরিজে ২-১ ব্যবধানে হারানোর পর আজ ওভালে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে জস বাটলারদের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত। অধিনায়ক হিসেবে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জেতার যে রেকর্ড রিকি পন্টিংয়ের দখলে রয়েছে, ভারত শেষ টি ২০-তে ইংল্যান্ডের কাছে হারায় সেই বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারেননি অধিনায়ক রোহিত। যদিও তাঁর সামনে আজ ফের বিশ্বরেকর্ডের হাতছানি।

ইংল্যান্ডের বিরুদ্ধেই সচিন-ডি ভিলিয়ার্সদের টপকানোর সুযোগ

রোহিত শর্মার ব্যাটেও বেশ কয়েক মাস ধরে কোনও শতরান নেই। একদিনের আন্তর্জাতিকে শেষ শতরান করেছেন ২০২০ সালে। তবে তাঁর পছন্দের ফরম্যাট ৫০ ওভারের ক্রিকেটে আজ বড় রান পেতে বদ্ধপরিকর থাকবেন হিটম্যান। আজ কিংবা একদিনের সিরিজের যে কোনও একটিতে রোহিত যদি শতরান হাঁকাতে পারেন তাহলেই নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক শতরানের বিশ্বরেকর্ড।

ইংল্যান্ডের মাটিতে রোহিত শর্মার একদিনের আন্তর্জাতিকের পরিসংখ্যান ঈর্ষণীয়। ২৪টি একদিনের আন্তর্জাতিক খেলে শতরান পেয়েছেন সাতটিতে। যা ইংল্যান্ডে খেলা বিদেশিদের মধ্যে সর্বাধিক। ইংল্যান্ডে একদিনের আন্তর্জাতিকে রোহিত ১৩৩৫ রান করেছেন, গড় ৬৬.৭৫। ২০১৯ সালের বিশ্বকাপে বার্মিংহ্যামে রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৯ বলে ১০২ রান করেছিলেন। যদিও ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতিকে রোহিতের শেষ শতরানটি এসেছে ২০২০ সালের ১৯ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলেন ১১৯ রানের ইনিংস। টেস্টে রোহিতের শেষ দুটি শতরানই ইংল্যান্ডের বিরুদ্ধে। গত বছর চেন্নাইয়ে ১৬১ রান করেছিলেন, এরপর ওভাল টেস্টে করেন ১২৭। গত বছরের সেপ্টেম্বরে তিনি শেষ আন্তর্জাতিক শতরান পান।

বিদেশের মাটিতে কোনও একটি দেশে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি সাতটি করে শতরান রয়েছে এবি ডি ভিলিয়ার্স (ভারত সফরে), রোহিত শর্মা (ইংল্যান্ডে), সচিন তেন্ডুলকর (সংযুক্ত আরব আমিরশাহীতে) ও সঈদ আনোয়ার (সংযুক্ত আরব আমিরশাহীতে)-এর। ফলে ইংল্যান্ড সফরে আর একটি শতরানই রোহিতের একার দখলে এনে দিতে পারে বিদেশে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি শতরানের বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের মাটিতে একদিনের আন্তর্জাতিকে রোহিতের ব্যাটিং গড় ৬৬.৮, বিদেশে সেরা ব্যাটিং গড়ের নিরিখে তিনি রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও কেন উইলিয়ামসনের পরেই। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত পাঁচটি শতরান করেছিলেন। রোহিত শর্মা আজ শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামবেন। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটির পর একদিনের আন্তর্জাতিকে রোহিত-শিখর জুটি ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারবে আর ৬ রান যোগ করলেই।

English summary
Rohit Sharma Needs One ODI Century To Go Past Sachin Tendulkar And AB de Villiers To Set New World Record. India Will Face England At The Oval In The First ODI Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X